অনুশীলনে চট্টগ্রাম রয়্য়ালসের কয়েক জন ক্রিকেটার। ছবি: এক্স।
এ বারও বিতর্ক পিছু ছাড়ল না বাংলাদেশ প্রিমিয়ার লিগের। ২৬ ডিসেম্বর থেকে শুরু এ বারের প্রতিযোগিতা। এ বার নতুন দল হিসাবে খেলার কথা চট্টগ্রাম রয়্যালসের। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগের দিন দলের মালিক সরে গিয়েছেন। ফলে বাধ্য হয়ে সেই দলের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, চট্টগ্রামের দল কিনেছিল ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড নামের এক সংস্থা। সেই সংস্থার মালিক কায়ুম রশিদ। গত মাসে নিলামেও অংশ নিয়েছিলেন রশিদ। কিন্তু শেষ মুহূর্তে তিনি জানিয়েছেন, স্পনসর আগ্রহ না দেখানোয় সরে যেতে হচ্ছে তাঁকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান ইফতেখার রহমান ক্রিকইনফোকে বলেছেন, “কয়েক ঘণ্টা আগে ওরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি লিখে ওদের সিদ্ধান্ত জানিয়েছে। তাই আমরা দলের দায়িত্ব নিয়েছি। চিঠিতে ওরা বলেছে, সংবাদমাধ্যমের খবরের জন্য ওরা কোনও স্পনসর পায়নি। কিন্তু এ বার আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনও ক্রিকেটারের যাতে আর্থিক সমস্যা না হয়, সে দিকে নজর রাখব। গত বার রাজশাহীর ক্রিকেটারদের সঙ্গে যা হয়েছে, সেটা এ বার যেন না হয়। তাই দলের দায়িত্ব আমরা নিয়েছি।”
২০১২ সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রথম বছর থেকেই ক্রিকেটারদের বেতন নিয়ে নানা রকম সমস্যা হয়েছে। তবে ২০১৬ সালের পর থেকে তা কমেছিল। গত বার সেই সমস্যা আবার দেখা যায়। বেতন না পেয়ে দুর্বার রাজশাহীর ক্রিকেটারেরা অনুশীলন বন্ধ করে দেন। তাঁদের অভিযোগ ছিল, হোটেলের খরচও মেটাচ্ছেন না দলের মালিক। সেই সময়ও বোর্ডকে হস্তক্ষেপ করতে হয়েছিল।
রহমান জানিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশারকে চট্টগ্রামের দলের টিম ডিরেক্টর করা হয়েছে। কোচ হয়েছে মিজানুর রহমা বাবুল। নাফিস ইকবালকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে।