বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
বিজয় হজারে ট্রফি খেলতে নেমে জোড়া বিশ্বরেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী। প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেছে সে। এই ইনিংসের পথেই জোড়া বিশ্বরেকর্ড গড়েছে বিহারের ১৪ বছর বয়সি ব্যাটার।
পুরুষদের ক্রিকেটে বৈভবই প্রথম ব্যাটার যে ১৫ বছর বয়স হওয়ার আগে লিস্ট এ ও টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেছে। এর আগে আইপিএলে শতরান করেছে বৈভব। ভারতীয় দলের হয়েও এমার্জিং এশিয়া কাপ ও ছোটদের এশিয়া কাপে শতরান এসেছে তার ব্যাট থেকে। এ বার বিজয় হজারে খেলতে নেমে শতরান করেছে বৈভব। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে এই কীর্তি করেছে বিহারের সমস্তিপুরের ছেলে।
এর আগে লিস্ট এ ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটার হিসাবে শতরান করেছিলেন পাকিস্তানের জ়াহুর এলাহি। ১৯৮৬ সালের ২৬ সেপ্টেম্বর করাচির মাঠে পাকিস্তান অটোমোবাইল কর্পোরেশনের হয়ে পাকিস্তান রেলওয়েজ়ের বিরুদ্ধে ১৫ বছর ২০৯ দিন বয়সে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ৩৯ বছর পর সেই রেকর্ড ভেঙেছে বৈভব।
শুধু তা-ই নয়, পুরুষদের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ডও করেছে বৈভব। মাত্র ৫৯ বলে ১৫০ রান করেছে সে। এর আগে ২০১৫ সালের এক দিনের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৬৪ বলে ১৫০ করেছিলেন এবি ডিভিলিয়ার্স। সেটিই এত দিন রেকর্ড ছিল। ১০ বছর পর তা ভেঙেছে বৈভব।
পুরুষদের লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড গড়ারও সুযোগ ছিল বৈভবের। কিন্তু পারেনি সে। ৩৬ বলে শতরান করে বৈভব। সেই ম্যাচে বিহারেরই অধিনায়ক সাকিবুল গনি ৩২ বলে শতরান করেন। একই দিনে ঝাড়খণ্ডের ঈশান কিশন করেন ৩৩ বলে শতরান। এই তালিকায় চার নম্বরে রয়েছে বৈভব। সাকিবুল ও ঈশানের পর ৩৫ বলে শতরানের নজির রয়েছে পঞ্জাবের অনমোলপ্রীত সিংহের। গত বছর বিজয় হজারেতে এই নজির গড়েছিলেন তিনি।