Shreyas Iyer Injury Update

ব্যাটিং শুরু শ্রেয়সের! বোর্ডের অ্যাকাডেমিতে রিহ্যাব, জানা গেল, আবার কবে ফিরবেন ভারতীয় দলে

চোট পাওয়ার পর দু’মাসের বেশি ক্রিকেটের বাইরে শ্রেয়স আয়ার। আপাতত অনেকটাই সুস্থ তিনি। নেটে ব্যাটিংও শুরু করেছেন ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২১
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। তার পর থেকে মাঠের বাইরে তিনি। দু’মাসের বেশি ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। আপাতত অনেকটাই সুস্থ তিনি। নেটে ব্যাটিংও শুরু করেছেন ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক। তিনি আবার কবে ভারতীয় দলে ফিরবেন, তার সম্ভাব্য সময় জানা গিয়েছে।

Advertisement

বুধবার প্রথম নেটে ব্যাট করেছেন শ্রেয়স। প্রায় এক ঘণ্টা ধরে ব্যাট করেছেন তিনি। ব্যাটিংয়ের সময় কোনও রকম সমস্যা হয়নি তাঁর। জানা গিয়েছে, বাকি রিহ্যাব বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে করবেন শ্রেয়স। সেখানে আপাতত কিছু দিন থাকতে হবে তাঁকে। প্রথমে মনে করা হয়েছিল, বিজয় হজারে ট্রফি শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে উঠবেন শ্রেয়স। কিন্তু তা হয়নি। আরও কিছু দিন সময় লাগবে তাঁর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদমাধ্যমে বলেন, “অস্ট্রেলিয়ায় শ্রেয়স খুব খারাপ ধরনের চোট পেয়েছিল। ফলে অনেক দিন ওকে ক্রিকেটের বাইরে থাকতে হল। তবে এখন আর ওর ব্যথা নেই। কোনও রকম সমস্যা হচ্ছে না। এটা ভাল বিষয়। এর পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ় আছে। বিজয় হজারে চলছে। দুটো প্রতিযোগিতাতেই শ্রেয়সের খেলার সম্ভাবনা আছে।”

Advertisement

জানা গিয়েছে, বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আপাতত চার থেকে ছ’দিন থাকতে হবে শ্রেয়সকে। তার মধ্যেই চিকিৎসকেরা তাঁকে খেলার অনুমতি দিয়ে দিতে পারেন। ওই কর্তা আরও বলেন, “জিমে অনুশীলন করতে শ্রেয়সের একটুও সমস্যা হচ্ছে না। কিন্তু সবটাই নির্ভর করছে সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকদের উপর। চার থেকে ছ’দিন ওকে থাকতে হতে পারে। আসলে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। সব খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

১১ জানুয়ারি থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ় শুরু। জানুয়ারির শুরুতেই সেই সিরিজ়ের দল ঘোষণা করা হবে। অর্থাৎ, সাত দিন সময় রয়েছে। ৮ জানুয়ারি পর্যন্ত বিজয় হজারের গ্রুপ পর্বের খেলা রয়েছে। অর্থাৎ, নিউ জ়িল্যান্ড সফরের দলে থাকলে বিজয় হজারে খেলেও প্রস্তুতি সারতে পারবেন শ্রেয়স। সেই সম্ভাবনাও রয়েছে। বোর্ডের ওই কর্তার কথা থেকে স্পষ্ট, নিউ জ়িল্যান্ড সিরিজ়ে শ্রেয়সের দলে ফেরার সম্ভাবনা প্রবল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement