Rajkumar Sharma on Virat Kohli

‘এর পর বিরাটের বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন থাকতে পারে?’ বিজয় হজারেতে কোহলির শতরানের পর ব্যাট ধরলেন ছোটবেলার কোচ

বিজয় হজারে ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি। তার পরেই প্রিয় ছাত্রের হয়ে ব্যাট ধরেছেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

১৫ বছর পর ঘরোয়া এক দিনের ক্রিকেটে ফিরে শতরান করেছেন বিরাট কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তাঁর ১০১ বলে ১৩১ রানের ইনিংস দিল্লিকে জিতিয়েছে। সেই ম্যাচের পরেই প্রিয় ছাত্রের হয়ে ব্যাট ধরেছেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তাঁর মতে, এর পরেও কি কোহলির ২০২৭ সালের বিশ্বকাপ খেলা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে।

Advertisement

কোহলির ইনিংসের পর সংবাদসংস্থা এএনআই-কে রাজকুমার বলেন, “বিরাট দুর্দান্ত ফর্মে আছে। ও একার হাতে দিল্লিকে জেতাল। এত বছর পর ও ঘরোয়া এক দিনের ক্রিকেট খেলল। ওর ব্যাটে একটুও মরচে পড়েনি। এত ভাল খেলছে। ভারতের জাতীয় দলে এখন বিরাট সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। ও বিশ্বকাপের জন্য তৈরি। এর পরেও কি বিরাটের ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন থাকতে পারে?”

গত মাসের শেষে ও চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে পর পর দু’টি ম্যাচে শতরান করেছিলেন কোহলি। তৃতীয় ম্যাচে অপরাজিত অর্ধশতরান করেছিলেন তিনি। হয়েছিলেন সিরিজ়ের সেরা। সেই ফর্মই তিনি বজায় রেখেছেন বিজয় হজারেতে। ১২টি চার ও তিনটি ছক্কা মেরেছেন কোহলি। সাবলীল ভাবে ব্যাট করেছেন।

Advertisement

বিশ্বের দ্রুততম ব্যাটার হিসাবে লিস্ট এ ক্রিকেটে ১৬০০০ রান করেছেন কোহলি। ৩৩০ ইনিংসে এই কীর্তি করেছেন তিনি। এর আগে সচিন তেন্ডুলকর ৩৯১ ইনিংসে ১৬০০০ রান করেছিলেন। সচিনের রেকর্ড ভেঙেছেন কোহলি।

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন শুধু এক দিনের ক্রিকেট খেলছেন কোহলি। তাঁর লক্ষ্য, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলা। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নিয়ম মেনেই বিজয় হজারেতে নেমেছেন কোহলি। সেখানেও ছন্দে তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement