চাকা ঘোরাতে চোখ নতুন সরকারের দিকে

শিল্প ফের সঙ্কুচিত, বাড়ল মূল্যবৃদ্ধিও

কেন্দ্রে শক্তিশালী সরকার আসার আশায় শেয়ার বাজার নিত্যনতুন রেকর্ড গড়ছে ঠিকই। কিন্তু দেশের অর্থনীতির হাল ফেরানো সেই সরকারের পক্ষে কতখানি চ্যালেঞ্জের হবে, সোমবার ফের তার ইঙ্গিত দিল জোড়া পরিসংখ্যান। এ দিন কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চে ফের সরাসরি কমেছে শিল্পোৎপাদন (০.৫%)। এই নিয়ে টানা দু’মাস। গত অর্থবর্ষেও তা সঙ্কুচিত হয়েছে ০.১%। আবার একই সঙ্গে বেড়েছে মূল্যবৃদ্ধি। খুচরো বাজারের দামের নিরিখে হিসেব করা মূল্যস্ফীতি এপ্রিলে পৌঁছেছে ৮.৫৯ শতাংশে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৪ ০২:২৯
Share:

কেন্দ্রে শক্তিশালী সরকার আসার আশায় শেয়ার বাজার নিত্যনতুন রেকর্ড গড়ছে ঠিকই। কিন্তু দেশের অর্থনীতির হাল ফেরানো সেই সরকারের পক্ষে কতখানি চ্যালেঞ্জের হবে, সোমবার ফের তার ইঙ্গিত দিল জোড়া পরিসংখ্যান।

Advertisement

এ দিন কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চে ফের সরাসরি কমেছে শিল্পোৎপাদন (০.৫%)। এই নিয়ে টানা দু’মাস। গত অর্থবর্ষেও তা সঙ্কুচিত হয়েছে ০.১%। আবার একই সঙ্গে বেড়েছে মূল্যবৃদ্ধি। খুচরো বাজারের দামের নিরিখে হিসেব করা মূল্যস্ফীতি এপ্রিলে পৌঁছেছে ৮.৫৯ শতাংশে। গত তিন মাসের মধ্যে যে হার সব থেকে বেশি।

এই বিবর্ণ পরিসংখ্যানে প্রমাদ গুনেছে শিল্পমহল। একে তো শিল্পোৎপাদন কমেছে। তার উপর মূল্যবৃদ্ধিও মাথা তোলায় আরও ক্ষীণ হল রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর সম্ভাবনা। আর সেই কারণেই অর্থনীতির চাকা ঘোরাতে আপাতত নতুন সরকারের দিকেই তাকিয়ে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement