স্পেকট্রামের ন্যূনতম দর ১০% বাড়ানোর প্রস্তাব

আগামী নিলামে ১৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের ন্যূনতম দর ১০% বৃদ্ধির সুপারিশ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। নিলামের আগে বাড়তি স্পেকট্রাম জোগান নিশ্চিত করার উপরেও জোর দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে টেলিকম শিল্পও বারবার অতিরিক্ত স্পেকট্রাম বরাদ্দের দাবি তুলেছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৪ ০১:৩৭
Share:

আগামী নিলামে ১৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের ন্যূনতম দর ১০% বৃদ্ধির সুপারিশ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। নিলামের আগে বাড়তি স্পেকট্রাম জোগান নিশ্চিত করার উপরেও জোর দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে টেলিকম শিল্পও বারবার অতিরিক্ত স্পেকট্রাম বরাদ্দের দাবি তুলেছিল।

Advertisement

বুধবার ট্রাই আসন্ন স্পেকট্রাম নিলাম সংক্রান্ত যে-সমস্ত সুপারিশ করেছে তার অন্যতম, ১৮০০ ও ৯০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের ন্যূনতম দর বাড়ানো। তারা ১৮০০ মেগাহার্ৎজের ক্ষেত্রে ন্যূনতম দর স্থির করেছে ২১৩৮ কোটি টাকা। ইন্টারনেটের ব্যবহার বাড়ার কথা মাথায় রেখেই এই দর স্থির করা হয়েছে। ৯০০ মেগাহার্ৎজের ক্ষেত্রে তাদের সুপারিশ ৩০০৪ কোটি টাকা।

তবে দরের থেকেও ট্রাইয়ের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে স্পেকট্রাম জোগানের বিষয়টি। কারণ বিশেষত ৯০০ মেগাহার্ৎজ ব্যান্ডের ক্ষেত্রে যে স্পেকট্রামের নিলাম হওয়ার কথা, তা এখন কিছু টেলিকম সংস্থার হাতেই রয়েছে। ২০১৫-’১৬-র মধ্যে তাদের লাইসেন্স শেষ হবে। তার পরেই তা ফের নিলামে চড়বে। বাড়তি স্পেকট্রাম না-থাকলে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলিকে ফের ওই স্পেকট্রাম জিততেই হবে। না-হলে সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে চালু ব্যবসা বজায় রাখতে পারবে-না তারা। বিষয়টি উল্লেখ করে সুপারিশপত্রে ট্রাই-ও বলেছে, এ রকম ঘটলে বিভিন্ন পরিষেবা এলাকায় টেলিকম সংস্থাগুলির লগ্নি ঘিরে জটিলতা তৈরির পাশাপাশি গ্রাহক পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা। তাই ট্রাইয়ের সুপারিশ, বাড়তি স্পেকট্রামের বাণিজ্যিক ব্যবহার নিয়ে অর্থ, টেলি যোগাযোগ ও প্রতিরক্ষা মন্ত্রক আলোচনায় বসুক।

Advertisement

স্পেকট্রামের জোগান বাড়াতে তাদের অন্য সুপারিশগুলি হল, প্রথমত, পঞ্জাব ছাড়া বাকি যে-পরিষেবা এলাকায় বিএসএনএলের হাতে থাকা ৯০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের লাইসেন্স ফুরোচ্ছে, সেখান থেকে ১.২ মেগাহার্ৎজ স্পেকট্রাম ফেরানো। বদলে যেখানে তাদের ৩.৮ মেগাহার্ৎজ-এর চেয়ে কম স্পেকট্রাম রয়েছে, সেখানে তাদের ১৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের ১.২ মেগাহার্ৎজ স্পেকট্রাম বরাদ্দ করা। দ্বিতীয়ত, প্রতিরক্ষা মন্ত্রকের হাতে অব্যবহৃত ১৮০০ ব্যান্ডের কিছু স্পেকট্রাম ফেরানো। এ জন্য টেলিকম দফতরকে সহায়তা করতে বলেছে ট্রাই। ২১০০ মেগাহার্ৎজ ব্যান্ডের ২x৬০ মেগাহার্ৎজ স্পেকট্রামের পুরোটা বাণিজ্যিক ব্যবহারের সুপারিশও করেছে তারা।

সুপারিশ স্বাগত জানিয়েছে সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement