চিত্রকলা ও ভাস্কর্য ২

নিসর্গ শুধুই বাস্তবের নয়

সঞ্জয় বন্দ্যোপাধ্যায়-এর একক প্রদর্শনী অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। সঞ্জয় নিসর্গ আঁকেন। সেই নিসর্গ যতটা বাস্তবের, ততটাই কল্পনার। দীর্ঘদিন অনুশীলনে তাঁর কল্পনার নিসর্গ দৃশ্যমান বাস্তবতা ছাড়িয়ে স্বতন্ত্র বৈভবে সমৃদ্ধ হয়েছে।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

সঞ্জয় বন্দ্যোপাধ্যায়-এর একক প্রদর্শনী অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। সঞ্জয় নিসর্গ আঁকেন। সেই নিসর্গ যতটা বাস্তবের, ততটাই কল্পনার। দীর্ঘদিন অনুশীলনে তাঁর কল্পনার নিসর্গ দৃশ্যমান বাস্তবতা ছাড়িয়ে স্বতন্ত্র বৈভবে সমৃদ্ধ হয়েছে। এ বারের ছবিগুলিতে বিশেষভাবে লক্ষনীয় বর্ণের প্রাচুর্য, যা তাঁর ছবিতে বিশেষ এক অভিব্যক্তিবাদী পরিমণ্ডল তৈরি করেছে। স্বাভাবিকতাকে অভিব্যক্তিময়তায় রূপান্তরিত করে তিনি মূর্ততার মধ্যেই বিমূর্তের অনুরণন এনেছেন।

Advertisement

প্রদর্শনী চলছে

সিমা:

Advertisement

অ্যাওয়ার্ডস শো ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত।

গ্যাঞ্জেস:
যোগেন চৌধুরী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

গ্যালারি গোল্ড:
রাজ ও সুদর্শন ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আই উইদিন ক্লাব:
রাজীব দেয়াশি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

গ্যালারি ৮৮:
জ্যোতি ভাট ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement