চিত্রকলা ও ভাস্কর্য ২

দারিদ্রেও অমলিন শৈশব

সংঘমিত্রা সরকার শল্য-চিকিৎসক। পাশাপাশি আলোকচিত্রের ভিতর দিয়ে তিনি শিল্পীচেতনাকে প্রকাশ করেন। অনুষ্ঠিত হল তাঁর আলোকচিত্রের প্রদর্শনী। উদ্যোক্তা ‘সম্ভব’ সংস্থা। তাঁদেরই সাহায্যার্থে আয়োজিত প্রদর্শনীটি। সংঘমিত্রা বঞ্চনা ও দারিদ্রের মধ্যে যাপন করা শিশুদের ছবিই তুলেছেন।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০০:০১
Share:

সংঘমিত্রা সরকার শল্য-চিকিৎসক। পাশাপাশি আলোকচিত্রের ভিতর দিয়ে তিনি শিল্পীচেতনাকে প্রকাশ করেন। অনুষ্ঠিত হল তাঁর আলোকচিত্রের প্রদর্শনী। উদ্যোক্তা ‘সম্ভব’ সংস্থা। তাঁদেরই সাহায্যার্থে আয়োজিত প্রদর্শনীটি। সংঘমিত্রা বঞ্চনা ও দারিদ্রের মধ্যে যাপন করা শিশুদের ছবিই তুলেছেন। কিন্তু শৈশব সব সময়ই অনুপম আনন্দের উৎস। বিপন্নতার ভিতর থেকেও পরিস্ফুট হয় বিস্ময়ের আলো, সেটাই আলোকচিত্র-গুলির মূল উপজীব্য।

Advertisement

প্রদর্শনী

চলছে

Advertisement

সিমা: • লালুপ্রসাদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

অ্যাকাডেমি: • স্বাতী বিশ্বাস ২৪ পর্যন্ত।

ইমামি আর্ট: • প্রবীর চক্রবর্তী ৩১ পর্যন্ত।

অবনীন্দ্রনাথ গ্যালারি: • শূলধারিণী ২৮ পর্যন্ত।

লা মেরে: • অমল হিরণ, অমিত অমিতা, অনিল প্রমুখ ৩১ পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement