Sore Throat Reasons

ঠান্ডা লাগা ছাড়াও গলায় তীব্র ব্যথা হতে পারে, নেপথ্যে কী কী কারণ দেখাচ্ছেন চিকিৎসক

গলা ব্যথার সবচেয়ে সাধারণ কারণগুলি হল, ব্যাক্টেরিয়াল বা ভাইরাল স‌ংক্রমণ। কিন্তু আরও একাধিক পরিস্থিতির ফলাফল হিসেবে দেখা দিতে পারে গলাব্যথা। মেডিসিনের চিকিৎসক কুণাল সুদ কী কী কারণ দেখাচ্ছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৮
Share:

গলায় ব্যথার কী কী কারণ হতে পারে? ছবি: সংগৃহীত।

সাধারণত ঠান্ডা লেগে বা কাশি হলেই গলায় ব্যথা হয়? তা বলে বার গলা ব্যথা হওয়ার নেপথ্যে যে এই দুই কারণই থাকবে, তার নিশ্চয়তা নেই। আরও একাধিক পরিস্থিতির ফলাফল হিসেবে দেখা দিতে পারে গলা ব্যথা। গলা ব্যথার সঙ্গেই আসে জ্বালা বা গলা খুসখুসের অস্বস্তি। খাবার বা ঢোঁক গিলতেও কষ্ট হয় সে সময়ে। উপরন্তু, শীতের এই সময়ে মাঝেমধ্যেই সকালে ঘুম ভাঙে গলায় ব্যথা নিয়ে। একাধিক কারণে এই সমস্যা চাগাড় দিতে পারে।

Advertisement

আমেরিকার মেরিল্যান্ডবাসী মেডিসিনের চিকিৎসক কুণাল সুদ গলা ব্যথার কয়েকটি কারণ উল্লেখ করলেন নিজের ইনস্টাগ্রাম পোস্টে। প্রতি বার গলা ব্যথা হলেই আতঙ্কিত হতে নিষেধ করছেন চিকিৎসক। যে যে কারণে গলা ব্যথা হয়, সেগুলি উল্লেখ করলেন কুণাল—

গলা ব্যথার নানাবিধ কারণ। ছবি: সংগৃহীত।

ব্যাক্টেরিয়াল বা ভাইরাল সংক্রমণ: গলা ব্যথার সবচেয়ে সাধারণ কারণগুলি হল, ব্যাক্টেরিয়াল বা ভাইরাল স‌ংক্রমণ। এই রোগের পূর্বাভাস হিসেবে গলায় ব্যথা হতে পারে। কখনও সখনও জ্বর বা নাক বন্ধ হওয়ার আগেও এই লক্ষণ শুরু হতে পারে।

Advertisement

নাক দিয়ে শ্লেষ্মা গলায় পৌঁছোনো: নাকের ভিতরে থাকা শ্লেষ্মা নাসাপথ দিয়ে গড়িয়ে গলার পিছনে পৌঁছে যেতে পারে। এটিকে অতি সাধারণ ঘটনা মনে হলেও অনেক সময়ে এই শ্লেষ্মার কারণেই ব্যথা শুরু হতে পারে। মূলত রাতভর এই সমস্যার জমি তৈরি হয়। তাই সকালে ঘুম থেকে ওঠার সময় থেকে গলায় ব্যথা হতে থাকে।

অ্যাসিড রিফ্লাক্স: অ্যাসিড রিফ্লাক্স বা জিইআরডি (গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজ়িজ়) থেকেও গলায় ব্যথা হতে পারে। কারণ পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালি বেয়ে গলার পিছনের অংশে উঠে এসে জ্বালা ও প্রদাহের সৃষ্টি করে। এর ফলে গলা ব্যথা, গিলতে অসুবিধা, স্বর কর্কশ এবং সকালে গলা ভাঙা বা ব্যথা হতে পারে।

স্বরযন্ত্রের অতিরিক্ত ব্যবহার: স্বরযন্ত্র অতিরিক্ত ব্যবহার করলে প্রদাহ বা ল্যারিঞ্জাইটিস হতে পারে। ফলে কণ্ঠস্বর কর্কশ হয়ে পড়ে, গলা ব্যথা করে এবং গিলতে অসুবিধা হতে পারে। অতিরিক্ত ব্যবহারে ভোকাল কর্ডগুলি ফুলেও যেতে পারে।

এ ছাড়াও শুষ্ক বাতাস, ধূমপান এবং অ্যালার্জেনের কারণেও গলায় ব্যথা হতে পারে। তবে মাঝমধ্যে ব্যথা তীব্র বা দীর্ঘস্থায়ী হলে সতর্ক হওয়া উচিত। সে ক্ষেত্রে সময় মতো চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement