চিত্রকলা ও ভাস্কর্য ২

মানব-মানবীর মিলনদৃশ্য

দেবীরানি দাশগুপ্তের তৃতীয় একক প্রদর্শনী হল সম্প্রতি অ্যাকাডেমিতে। নিজস্ব প্রয়াসে শিখেছেন। আলোচ্য প্রদর্শনীতে তাঁর অ্যাক্রিলিকে আঁকা প্রায় ২০টি ছবি ছিল। রাধাকৃষ্ণের সনাতন পুরাণকল্প ব্যবহার করে বেশ কয়েকটি ছবিতে তিনি এঁকেছেন মানব-মানবীর মিলনদৃশ্য।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৪ ০০:০১
Share:

দেবীরানি দাশগুপ্তের তৃতীয় একক প্রদর্শনী হল সম্প্রতি অ্যাকাডেমিতে। নিজস্ব প্রয়াসে শিখেছেন। আলোচ্য প্রদর্শনীতে তাঁর অ্যাক্রিলিকে আঁকা প্রায় ২০টি ছবি ছিল। রাধাকৃষ্ণের সনাতন পুরাণকল্প ব্যবহার করে বেশ কয়েকটি ছবিতে তিনি এঁকেছেন মানব-মানবীর মিলনদৃশ্য। লৌকিকের পরোক্ষ এক আবহ তাঁর ছবিতে আছে। উজ্জ্বল বর্ণ ও অলঙ্করণের আধিক্য তাঁর রূপায়ণের একটি বৈশিষ্ট্য। এই আধিক্যের জন্য তাঁর ছবি অনেক সময় ভারী হয়ে গেছে। পরিসর ও প্রতিমাবিন্যাসে নান্দনিক অবকাশ তেমন গুরুত্ব পায়নি। নব্য-ভারতীয় চিত্ররীতির আবহকে তিনি সাম্প্রতিকে প্রসারিত করার চেষ্টা করেছেন। এই প্রয়াস প্রশংসনীয়।

Advertisement

প্রদর্শনী

চলছে

Advertisement

সিমা: গণেশ পাইন ২২ নভেম্বর পর্যন্ত।

তাজ বেঙ্গল: নুর আলি কাল শেষ।

অ্যাকাডেমি: প্রদীপ, বিমান প্রমুখ ২৭ অক্টোবর পর্যন্ত।

পার্থ মণ্ডল ২৭ অক্টোবর পর্যন্ত।

অশোক, বরুণ প্রমুখ ২৭ পর্যন্ত।

সঞ্জয়, তন্ময় প্রমুখ ২৭ পর্যন্ত।

‘ক্রিয়েটিভ পেইন্টার্স গ্রুপ’-এর প্রদর্শনী ২৭ অক্টোবর পর্যন্ত।

গ্যালারি গোল্ড: গীতশ্রী সাহা ২৮ অক্টোবর পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন