Entertainment News

কলকাতাতেই এ বার আমার নববর্ষ পালন

আজ আমি কলকাতায়। আগামিকাল থেকে বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবির শুটিং শুরু করব। তাই আর বাংলাদেশ যাওয়া হল না। খুব মন খারাপ লাগছে ঢাকার জন্য।

Advertisement

জয়া আহসান

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ১৩:০২
Share:

আমাদের ওখানে বাংলা বছরের প্রথম দিন মানে পুজোর মতো সেলিব্রেশন। ছবি: ফেসবুকের সৌজন্যে।

শুভ নববর্ষ। সকলকে নববর্ষের শুভেচ্ছা। খুব ভাল কাটুক আপনাদের বছরের প্রতিটি দিন।

Advertisement

আজ আমি কলকাতায়। আগামিকাল থেকে বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবির শুটিং শুরু করব। তাই আর বাংলাদেশ যাওয়া হল না। খুব মন খারাপ লাগছে ঢাকার জন্য।

আমাদের ওখানে বাংলা বছরের প্রথম দিন মানে পুজোর মতো সেলিব্রেশন। খুব সকালে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু। যদিও সেই শোভাযাত্রায় আমি অংশ নিতে পারি না। বাড়িতেই থাকি। তবে নিজের শহরে থাকার মজাই আলাদা।

Advertisement

আরও পড়ুন, বৈশাখী আড্ডা @ প্রসেনজিত্-ঋতুপর্ণা

নতুন শাড়ি, নতুন জামার গন্ধ। ঠিক যেন মায়ের আঁচলের স্পর্শ। কত শাড়ি, কত মিষ্টি, মুড়ি-মুড়কির যে আয়োজন আজ হয়েছে তা বলে বোঝানো যাবে না। আর একটা জিনিস পয়লা বৈশাখে বাংলাদেশের প্রত্যেক বাড়িতে মাস্ট। হতেই হবে। কী বলুন তো? ইলিশ মাছ! বাজারে আজ ইলিশের দাম ওঠে ১৬ হাজার, ১৮ হাজার, ২০ হাজার টাকা! তবুও বাড়িতে আনতেই হবে। এ আসলে প্রেস্টিজের ব্যাপার।

কাজ তো থাকবেই বলুন। তার মধ্যেই আজ এ শহরে বসে নববর্ষ পালন করব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement