লাফিয়ে তাক থেকে বই পাড়ছে কেউ, ঝরঝর ঝরছে আশপাশের বই, ঝাঁপিয়ে লুফছে মানুষ, চালান করছে সঙ্গীর হাতে। ক’দিন আগে দিল্লিতে হওয়া বইমেলার এই ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। একটি স্টল থেকে ফ্রি বইয়ের ঘোষণা হয়েছিল, অতঃপর। মাগনা পেলে আম ভারতীয় যে সভ্যতা-ভব্যতা ভুলতে তিলমাত্র দ্বিধা করবেন না, সেঁকো বিষও ফাউ পেলে মুখে তুলবেন, প্রমাণে বাকি রইল কিছু? কলকাতা কখনও লন্ডন না হোক, এই দিল্লি যেন ভুলেও না হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে