Agatha Christie

যৎকিঞ্চিৎ

রবীন্দ্রনাথকেও ফিরিয়ে এনে বলা যাবে, রক্তকরবী-টা একটু পড়িয়ে দিন না গুরুদেব? কে সি নাগের কাছ থেকেই শিখে নেওয়া যাবে রামকঠিন অঙ্ক।

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৮:১৪
Share:

এ বার স্বয়ং আগাথা ক্রিস্টি নেবেন লেখা শেখার ক্লাস। বিবিসি আনতে চলেছে ভিডিয়ো কোর্স, সেখানেই এআই-অবতারে হাজির হবেন অপরাধ আর রহস্যকাহিনির মহালেখিকা, প্রযুক্তির আজব কুদরতিতে পড়ুয়ারা শুনতে পাবেন তাঁর কণ্ঠ, পর্দায় দেখবেন তাঁকে। এ ভাবেই তবে রবীন্দ্রনাথকেও ফিরিয়ে এনে বলা যাবে, রক্তকরবী-টা একটু পড়িয়ে দিন না গুরুদেব? কে সি নাগের কাছ থেকেই শিখে নেওয়া যাবে রামকঠিন অঙ্ক। খোদ ডন ব্র্যাডম্যান এসে কভার ড্রাইভ শেখাবেন, ভাবা যায়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন