ঘাসবনেতে কমলা ফুল। দেশের সকলকে হবিষ্যান্নে বসাতে চাইলেন নেতা। শেষে নেত্রী-ভর্ৎসনা ধেয়ে আসায় ক্ষান্ত দিলেন। কিন্তু কাকে যে বলে হবিষ্য, সেটাই এক রহস্য। সমস্যায় কমলা মাথারাও। এই তো বছর দুয়েক আগে তাঁরা জানালেন, ভারতের দুধ নিরামিষ হলেও আমেরিকার দুধকে অবশ্যই আমিষ ধরতে হবে, কেননা তাদের গরুরা নাকি আমিষাশী। নিরামিষেও এ ভাবে আমিষ লুকিয়ে থাকে? ঘাসপাতার মাটিতে কী সার, জানি কি কেউ? পনির খেতে যদি এখন গরুর সাক্ষাৎকার লাগে?
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে