এর আগে অনলাইনে দেখা গেছে ‘কাউডাং কেক’ নামে ঘুঁটে বিক্রি। এ বার দেখা গেল বাঙালি তথা ভারতীয় ‘ঝোলা’ বিদেশের বাজারে জাতে উঠেছে, আমেরিকার শৌখিন বিপণির ওয়েবসাইটে তার নাম ‘ইন্ডিয়ান স্যুভেনির ব্যাগ’, দাম ভারতীয় মুদ্রায় চার হাজারেরও বেশি! ছবিতে যা দেখা যাচ্ছে তাকে অবশ্য বাজারের থলে বলাই সমীচীন। এখন থেকে আর ‘রইল ঝোলা, চলল ভোলা’ বলে অবজ্ঞা করা যাবে না। অত দামি জিনিস ভুলে কেউ কি আর হাঁটা দেয়!
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে