কোনটা বেশি দামি? রাজকোষে অর্থ? না কি সমাজের স্বাস্থ্য? মাদক বিক্রয়ে লাভ অনেক বলে কারও প্রথমটায় মতি। মাদক সেবনে ক্ষতি অনেক বলে কারও আবার দ্বিতীয়টায়। কাশ্মীরে এই তর্কে শীতের মধ্যেই উত্তপ্ত পরিবেশ। তর্ক জমেছে কারণ সমাজমাধ্যমে পর্যটকদের দেদার নেশার ছবি থেকে তরতরিয়ে বাড়ছে কাশ্মীরের পর্যটন-টান। ভূস্বর্গের নিসর্গে বসে অর্থনীতির এই ধাঁধাটাও তবে ভাবতে হবে: কোনটায় উপত্যকার বেশি লাভ? মাতাল টুরিস্ট এলে? না কি, না এলে?
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে