ED Raids in I-PAC Office

ইডি-অভিযানের ২৪ ঘণ্টা পরে বিবৃতি দিল ‘উদ্বিগ্ন’ আইপ্যাক! তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করবে, জানাল প্রতীকের সংস্থা

আইপ্যাক তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আমরা কখনও কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি না। কোনও রাজনৈতিক পদেও নেই।’ ইডি অভিযানকে দুর্ভাগ্যজনকও বলেছে আইপ্যাক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ২২:০১
Share:

সল্টলেকের দফতর এবং ওই সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার ঘটনায় প্রথম মুখ খুলল আইপ্যাক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইডি-অভিযান নিয়ে বিবৃতি দিল আইপ্যাক। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে এবং সল্টলেকের অফিসে ইডি হানার ২৪ ঘণ্টা পর আনুষ্ঠানিক ভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করল তারা। বিবৃতিতে আইপ্যাক বৃহস্পতিবার ইডি অভিযান নিয়ে নিজেদের ‘উদ্বেগের কথা’ প্রকাশ করেছে। তবে এ-ও জানিয়েছে, আইন মেনে চলবে তারা। আইনের প্রতি সম্মান জানিয়ে পূর্ণ সহযোগিতার কথাও বলেছে আইপ্যাক।

Advertisement

সংস্থার বিবৃতিতে বৃহস্পতিবারের ঘটনার কথা যেমন রয়েছে, তেমনই আইপ্যাকের উত্থান, কর্মকাণ্ড সম্পর্কেও সংক্ষিপ্ত তথ্য দেওয়া হয়েছে। তারা বলেছে, ‘গতকাল (বৃহস্পতিবার) ইডি আধিকারিকেরা কলকাতায় আইপ্যাকের অফিস এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালান। আইপ্যাকের মতো সংস্থার জন্য দিনটি খুবই দুর্ভাগ্যজনক এবং কঠিন ছিল। আমরা মনে করি, বিষয়টি যথেষ্ট উদ্বেগের। তবে আমরা সম্পূর্ণ ভাবে সহযোগিতা করেছিলাম। প্রয়োজনে ভবিষ্যতেও করব।’ ইডির হানার পরেও তারা নিজেদের কর্তব্যে অবিচল বলে জানিয়েছে আইপ্যাক। তারা জানায়, এই ঘটনা তাদের কাজের উপর কোনও প্রভাব ফেলবে না।

বিবৃতিতে আইপ্যাক জানিয়েছে, ভারতের তরুণ প্রজন্ম যখন তাদের শক্তি, বিচারবুদ্ধি, পেশাদারিত্বকে অরাজনৈতিক ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে, তখন ভারতের জনজীবন আরও শক্তিশালী হয়। এই ধারণা থেকেই জন্ম আইপ্যাকের। বছরের পর বছর ধরে সেই ধারণাকেই লালনপালন করছে তারা। কঠোর পরিশ্রমের মাধ্যমে আইপ্যাক আজ শক্তিশালী হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে আইপ্যাক বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলির পেশাদার উপদেষ্টা হিসাবে কাজ করেছে। সেই তালিকায় রয়েছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, জেডিইউয়ের মতো রাজনৈতিক দল। আইপ্যাকের কথায়, ‘আমরা কখনও কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি না। কোনও রাজনৈতিক পদেও নেই। আমাদের ভূমিকা কোনও রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত না-হয়ে শুধুমাত্র রাজনৈতিক পরামর্শ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে।’

Advertisement

বৃহস্পতিবার ইডি-অভিযানের কারণে আইপ্যাকের সল্টলেকের অফিসে কাজ হয়নি। তদন্তকারীরা আইপ্যাকের সল্টলেকের অফিসে পৌঁছোনোর পরেই সংস্থার কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় জানিয়ে দেওয়া হয়েছিল, অফিসে আসতে হবে না। বাড়ি থেকে কাজে বসে পড়তে হবে। তবে শুক্রবার সকাল পুরো ভিন্ন চিত্র দেখা যায় সেখানে। অন্যান্য কাজের দিনের মতোই গমগম করতে থাকে আইপ্যাকের অফিস। ইডি-অভিযানের কারণে আইপ্যাকের কর্মীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল। সংস্থার তরফে শুক্রবার জানিয়ে দেওয়া হয়, বৃহস্পতিবারের ঘটনার কোনও প্রভাব পড়বে না আইপ্যাকের কাজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement