লন্ডন ডায়েরি

ইংল্যান্ডে তখন সমকামিতা অপরাধ, থর্পও নিজের রাজনৈতিক কেরিয়ারকে ঝুঁকির মুখে ফেলতে চাননি। বিয়ে করেন, সন্তানের পিতাও হন।

Advertisement

শ্রাবণী বসু

শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০১:৩৪
Share:

সম্পর্ক: জেরেমি থর্পের চরিত্রে হিউ গ্রান্ট ও নর্মান স্কটের চরিত্রে বেন উইশ

সত্তরের স্ক্যান্ডাল এ বার টিভির পর্দায়

Advertisement

সত্তরের দশকের বিরাট এক স্ক্যান্ডাল উঠে এসেছে বিবিসি-র টিভি-ড্রামা ‘আ ভেরি ইংলিশ স্ক্যান্ডাল’-এ। ১৯৬৭-৭৬’এ লিবারাল পার্টির নেতা ছিলেন জেরেমি থর্প। পেশায় মডেল ও অশ্বরক্ষক নর্মান স্কট-এর সঙ্গে সমকামী সম্পর্ক হয় তাঁর। ইংল্যান্ডে তখন সমকামিতা অপরাধ, থর্পও নিজের রাজনৈতিক কেরিয়ারকে ঝুঁকির মুখে ফেলতে চাননি। বিয়ে করেন, সন্তানের পিতাও হন। কিন্তু স্কট যখন তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বলতে থাকেন এবং থর্পের বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ আনেন, থর্প এক ভাড়াটে খুনিকে দিয়ে স্কটকে খুনের ছক কষেন। ১৯৭৫-এর অক্টোবরে সেই খুনি, অ্যান্ড্রু নিউটন, স্কটকে গাড়িতে উঠিয়ে এক নির্জন স্থানে নিয়ে যায়। গুলিতে মারা যায় স্কটের পোষা কুকুর রিঙ্কা। বন্দুকটা জ্যাম হয়ে গিয়েছিল, স্কট সেই সুযোগে পালান। নিউটন ধরা পড়ে। ১৯৭৬-এ গোটা স্ক্যান্ডালটাই সংবাদমাধ্যমে আসে, যখন অন্য এক ঘটনায় অভিযুক্ত স্কট আদালতে বলেন যে থর্পের সঙ্গে তাঁর পুরনো যৌন সম্পর্কের জেরেই তাঁকে এ ভাবে তাড়িয়ে বেড়ানো হচ্ছে। এ-ও বলেন যে থর্প তাঁকে খুনের চেষ্টা করছেন। ৮ মে ১৯৭৯ বিচারপর্ব শুরু হয়। থর্প সাক্ষ্য দেননি। স্কটকে এমন ভাবে দেখানো হয় যেন তিনিই মিথ্যে বলছেন, ব্ল্যাকমেল করছেন। যদিও তাঁর ‘অপরাধ’ প্রমাণ হয়নি। এই ঘটনার জেরে থর্প পদত্যাগ করেন, তাঁর রাজনীতি-জীবনও শেষ হয়ে যায়। ২০১৪ সালে ৮৫ বছরে তাঁর মৃত্যু হয়। স্কট এখনও বেঁচে আছেন। স্টিফেন ফ্রিয়ার্সের পরিচালনায় টিভি-সিরিজ়ে থর্পের চরিত্রে অভিনয় করছেন হিউ গ্রান্ট, স্কটের চরিত্রে বেন উইশ (Ben Whishaw)।

Advertisement

ফেরতযোগ্য?

জেরেমি করবিন বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হলে গ্রিসকে ‘এলগিন মার্বলস’ ফিরিয়ে দেবেন। তাঁর মত, উনিশ শতকের শুরুতে লর্ড এলগিন পার্থেনন থেকে যে সুপ্রাচীন ভাস্কর্যগুলি তুলে এনেছিলেন (এখন ব্রিটিশ মিউজ়িয়ামে আছে), সেগুলি গ্রিসকে ফেরত দেওয়ার ব্যাপারে ইতিবাচক আলোচনা হওয়া দরকার। গ্রিস বহু দিন ধরেই এগুলি ফেরত চাইছে; জর্জ ক্লুনির স্ত্রী, মানবাধিকার বিষয়ক আইনজীবী আমাল ক্লুনিকে নিয়োগও করেছে। ব্রিটিশ মিউজ়িয়াম করবিনের মন্তব্যে খুশি নয়। ফেরতের বিষয়টা ব্রিটিশ মিউজ়িয়াম অ্যাক্ট-এর অধীন, এমনি এমনি ফেরত দেওয়া যায় না কিছুই—তাদের মন্তব্য।

শিশু ও প্লাস্টিক

‘চিলড্রেন্‌স ওয়ার্ড অব দি ইয়ার’ হয়েছে ‘প্লাস্টিক’ শব্দটা। ব্রিটেনের শিশুরা এ শব্দটা অন্য যে কোনও শব্দের তুলনায় বেশি ব্যবহার করেছে। বিবিসি-র কাছে পাঠানো হাজারেরও বেশি ছোটগল্প সমীক্ষা করে দেখা গিয়েছে ‘প্লাস্টিক’ শব্দটা ব্যবহৃত হয়েছে সব চেয়ে বেশি। ডেভিড অ্যাটেনবরোর টিভি-সিরিজ় ‘ব্লু প্ল্যানেট-টু’ ছাপ ফেলেছে ব্রিটেনের শিশুমনে, প্লাস্টিক বর্জ্য সমুদ্রজগতে ধ্বংস ডেকে আনছে, দেখানো হয়েছে সেখানে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস-এ শিশুদের অভিধান নিয়ে কাজ করা এক আধিকারিকের মত, শিশুরা দেখিয়ে দিয়েছে যে তারা প্লাস্টিকের কুপ্রভাব নিয়ে সচেতন।

খবরে রেহাম

প্রাক্তন: রেহাম খান

ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান গত ফেব্রুয়ারিতে লন্ডন পালিয়ে গিয়েছিলেন এই বলে যে ইমরানের দলের কর্মীরা তাঁকে খুনের হুমকি দিচ্ছে। রেহামের দাবি, ইমরানের দলের কর্মীরা এ বার তাঁর বইয়ের পাণ্ডুলিপি চুরি করেছে, তাঁর ই-মেল হ্যাক করেছে। ২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয় রেহামের, বছর না গড়াতেই বিবাহবিচ্ছেদ। তাঁর আত্মজীবনীতে নাকি তাঁদের সংক্ষিপ্ত দাম্পত্যজীবনের বহু মুচমুচে তথ্য আছে, আছে ইমরানের অবিশ্বস্ততার কাহিনিও। আগামী ২৫ জুলাই পাকিস্তানে নির্বাচনের আগে এই বই রাজনীতিক ইমরানের দুর্দশার কারণ হতে পারে। বইয়ের কিছু অংশ এ সপ্তাহে ফাঁস হয়ে যায়, রেহাম তার পর বই প্রকাশে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন। বইয়ে উল্লেখ আছে এমন অনেক মানুষ এরই মধ্যে আইনের দ্বারস্থ হয়েছেন, তেহরিক-ই-ইনসাফ দাবি জানিয়েছে রেহাম বইয়ের আপত্তিজনক অংশগুলো তুলে নিন এবং ক্ষমা চান। ইমরানের প্রথম স্ত্রী জেমাইমাও রেহামের বইয়ের বিরুদ্ধে সরব। তিনি জানিয়ে দিয়েছেন, এই বই প্রকাশিত হলে তিনি তাঁর ছেলের হয়ে মানহানি ও গোপনীয়তা ভঙ্গের অভিযোগে মামলা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন