কেন্দ্রকে না মমতার, বিজেপিকে রুখতে একের বিরুদ্ধে এক এবং আরও খবর

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

Advertisement
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ০৭:০০
Share:

আসানসোল-রানিগঞ্জে চলতে থাকা অশান্তির জেরে তপ্ত হল কেন্দ্র-রাজ্য রাজনীতি। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গোষ্ঠী সংঘর্ষের ঘটনা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে। সংঘর্ষ থামাতে নিজে থেকেই পাঠাতে চায় কেন্দ্রীয় বহিনী। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও দুর্গাপুরে আহত পুলিশ কর্মীকে দেখতে যেতে চেয়েছিলেন। কিন্তু কেন্দ্র বা রাজ্যপালের যাবতীয় প্রস্তাবে নবান্নের একটাই উত্তর ছিল, ‘‘না, এ সব প্রয়োজন নেই। রাজ্য একাই সব সামলে নেবে।’’

Advertisement

এ দিকে তিন মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এলেন। তিনি এ বার এসে দেশের বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে দেখা করলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে। তাই রাজধানীতে মমতাকে ঘিরে সৃষ্টি হয়েছে আগ্রহ। অনেকেই জানতে চাইছেন, মমতা কী ভাবছেন? তাঁর রাজনৈতিক কৌশল কী? শুধু আঞ্চলিক নেতারাই নন, সনিয়া গাঁধীর সঙ্গেও দেখা করলেন মমতা। কংগ্রেসকে বাদ দিয়ে শুধু আঞ্চলিক দলের ফ্রন্ট গঠন করে যে দিল্লি দখল করা সম্ভব নয় সেটা মমতাও জানেন। কিন্তু তিনি চাইছেন ফ্রন্ট সরকার হোক, কংগ্রেস সে ফ্রন্টে যোগ দিক, অথবা সে ফ্রন্ট সরকারকে বাইরে থেকে সমর্থন করুক

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

Advertisement

• কিম-শি বৈঠকে নতুন চ্যালেঞ্জের মুখে আমেরিকা
শি চিনফিংয়ের সঙ্গে কিম জং উনের গোপন বৈঠক আমেরিকাকে স্পষ্ট বার্তা দিল— বেজিংয়ের মধ্যস্থতা ছাড়া আপাতত কোনও কূটনৈতিক পদক্ষেপ করতে চায় না উত্তর কোরিয়া। দু’দিন ধরেই জল্পনা চলছিল, উত্তর কোরিয়ার একনায়ক কি সত্যিই বেজিং সফরে গিয়েছিলেন? বুধবার জানা গিয়েছে, নিছক জল্পনা নয়, এই ‘বেসরকারি’ সফরের খবর একশো শতাংশ সত্যি। সবিস্তারে পড়তে ক্লিক করুন

• মানবশরীরে নয়া অঙ্গের সন্ধান পেলেন বিজ্ঞানীরা!
দেহ-সংসারে সেই হয়তো সবার বড়। যদিও ‘নাকের ডগায়’ থাকলেও, জানা ছিল না। মানুষের শরীরে ‘ইন্টারস্টিশিয়াম’ নামে একটি অঙ্গ রয়েছে এবং অন্যতম বৃহৎ এই অঙ্গটি সম্পর্কে ঠিকমতো জানা গেলে হয়তো ক্যানসার-রহস্যও সমাধান হবে, গত কাল ‘সায়েন্টিফিক রিপোর্ট’-এ প্রকাশিত গবেষণাপত্রে এই দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। সবিস্তারে পড়তে ক্লিক করুন

•অটো চালাবে! বাঁচাবে কে?

দিল্লি, মুম্বই, সুরাত, বেঙ্গালুরু বা রাঁচীর মতো শহর অনায়াসেই যা পেরেছে, বহু চেষ্টা করেও তা পেরে উঠল না কলকাতা! অটো নিয়ে পথে নামার স্বপ্ন পূরণ হল না এ শহরের মেয়েদের। কারণ, এক শ্রেণির পুরুষ অটোচালক তা চান না। সেই ‘না চাওয়া’-কে অবশ্য পূর্ণ সমর্থন করছেন খোদ অটো ইউনিয়নের নেতাই। সবিস্তারে পড়তে ক্লিক করুন

• আর্সেনিকের বিষ মিশছে মিড ডে মিলের রান্নায়

দেগঙ্গার বিভিন্ন প্রান্তে ভুগর্ভস্থ জলে রয়েছে আর্সেনিক। হাওড়ার বালি থেকে আসেন শিক্ষিকা দেবলীনা পাড়ুই। বললেন, ‘‘সারা দিনের জল ব্যাগে করে বাড়ি থেকে আনতে হয়।’’ স্কুলের পড়ুয়া শাহারিন পরভিন, আরিয়ান ইসলাম, নুর ফতেমারা জানায়, স্কুলের কলের জলে আর্সেনিকের বিষ রয়েছে বলে খেতে বারণ করা হয়েছে। তাই বোতলে করেই জল আনি।’’ সবিস্তারে পড়তে ক্লিক করুন

• গুরুই বাঁচাবে, ছবির নিচে ফেলে রেখে মৃত্যু শিশুর

পরিবারের সদস্যদের বিশ্বাস, শিশুর জন্ম হয়েছে গুরুদেবের কৃপায়! জন্ম-মৃত্যু তাঁরই হাতে। বাঁচালে একমাত্র তিনিই বাঁচাবেন। চিকিৎসকেরা গুরুদেবের ‘অসীম ক্ষমতা’র কাছে তো নিছক নস্যি! সেই অন্ধবিশ্বাসের জেরে, মায়ের কোলে স্তন্যপানের সময়ে শ্বাসনালীতে দুধ চলে যাওয়ায় হাঁসফাঁস করা তিন মাসের শিশুকে সেই পারিবারিক গুরুদেবের ঢাউস ছবির নিচেই ফেলে রেখেছিলেন বাবা-মা। আর ঘণ্টা দেড়েক ধরে সেই ছবির সামনে মেঝেতে পাতা কাঁথায় অনবরত ছটফট করে গেল শিশুটি। সবিস্তারে পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন