এখন কী করে অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়? ছবি: সংগৃহীত।
একসময় ছোটপর্দার বহু ধারাবাহিকে শিশুশিল্পী হিসাবে দেখা গিয়েছে তাকে। মাঝে ওয়েব সিরিজ়ে অভিনয় করেছিল। কিন্তু এখন অভিনয়ের দিকে মন না দিয়ে আগামী কিছু দিন পড়াশোনায় মন দিতে চাইছে অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়। তাকে এখনও সবাই ‘ভুতু’ বলেই সম্বোধন করে। এখন তা হলে কী করছে ছোটপর্দার ‘ভুতু’?
এখন সে দশম শ্রেণির ছাত্রী। পড়াশোনার খুব চাপ। আর্শিয়ার মা ভাস্বতী মুখোপাধ্যায় বললেন, “ও স্কুল আর পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত এখন। তাই কিছু দিন অভিনয়ের দিকটা বন্ধ আছে। ও নিজেও এত পড়াশোনা করতে ভালবাসে, সারা দিন পড়ছে। চারিদিকে বইখাতা ছড়ানো।” তবে আগামী দিনে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিতে ইচ্ছুক আর্শিয়া।
অভিনেত্রীর মা যোগ করেন, “ফেব্রুয়ারি মাসেই দশম শ্রেণির পরীক্ষা শুরু। তাই এখন অন্য দিকে মন দিতে চায় না ও। আপাতত পড়াশোনাটাই করছে। রাত দু’টো পর্যন্ত পড়াশোনা চলে। পরবর্তীকালে ‘মাস মিডিয়া’, মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে ওর। তবে অঙ্কটা বেশ কঠিন লাগে। অঙ্ক পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গেলেই আর্শিয়া খুশি হয়।” এর মধ্যে বেশ কিছু ধারাবাহিকের সুযোগ এসেছে অভিনেত্রীর কাছে কিন্তু মাধ্যমিক না হওয়া পর্যন্ত কোনও কিছুতেই হ্যাঁ বলছে না সে। একাদশ শ্রেণি হয়ে গেলে তার পরে আবার শুরু করবে অভিনয়যাত্রা।