Newsletter

শুধু সরকার নয়, সরতাজে গর্বিত গোটা দেশ

আমেরিকায় বিদ্বেষ বিষ ছড়িয়ে পড়তে দেখে সম্প্রতি অত্যন্ত আতঙ্কিত এবং উদ্বিগ্ন হচ্ছি আমরা। আতঙ্ক এবং উদ্বেগের যথেষ্ট কারণও রয়েছে। কিন্তু উদ্বেগটা শুধু আমেরিকা-কেন্দ্রিক, এমনটা ভাবলে আমাদের পক্ষে বিলাসিতাই হবে।

Advertisement

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০৩:৫১
Share:

সইফুল্লার বাবা সরতাজ। ছবি: পিটিআই।

আমেরিকায় বিদ্বেষ বিষ ছড়িয়ে পড়তে দেখে সম্প্রতি অত্যন্ত আতঙ্কিত এবং উদ্বিগ্ন হচ্ছি আমরা। আতঙ্ক এবং উদ্বেগের যথেষ্ট কারণও রয়েছে। কিন্তু উদ্বেগটা শুধু আমেরিকা-কেন্দ্রিক, এমনটা ভাবলে আমাদের পক্ষে বিলাসিতাই হবে। কারণ আমাদের দেশেও এই বিষের উৎপাদন বেড়েছে ইদানীং। জাতীয়তাবাদের নামে, দেশপ্রেমের মোড়কে বিষের পরিবেশন চলছে। ভারতে জাতীয়তাবাদ যে আসলে কোনও একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী হওয়ার নামান্তর নয়, দেশভক্তি যে এখানে কোনও সম্প্রদায়গত অভ্যাস নয়, রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতা বা দায়বদ্ধতাকে যে এ দেশে জাতিগত ভাবে চিহ্নিত করা যায় না, সে আমরা সকলেই জানি। তবু মনে হচ্ছিল, এই সত্যের একটা সুস্পষ্ট ঘোষণা আবার খুব জরুরি হয়ে পড়েছে। সইফুল্লার বাবার কণ্ঠস্বর সেই কাঙ্ক্ষিত ঘোষণা হয়েই ধরা দিল। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যে, তাকে সন্তান বলে আর স্বীকার করলেন না মহম্মদ সরতাজ। জাতীয়তাবাদ, দেশভক্তি বা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্ত এর চেয়ে বড় আর ক’টা রয়েছে?

Advertisement

দেশপ্রেমের একটা উদাত্ত ঘোষণা এ দেশে দরকার ছিল, তাই মহম্মদ সরতাজ জঙ্গি কার্যকলাপে অভিযুক্ত সন্তানের মৃতদেহ প্রত্যাখ্যান করলেন এবং শেষকৃত্য করতে অস্বীকার করলেন, এমন কিন্তু নয়। মহম্মদ সরতাজ যা করলেন, তা নিজের অন্তরাত্মার নির্দেশেই করলেন। শোকাতুর পিতা অত্যন্ত হিসেব কষে দৃষ্টান্ত সৃষ্টি করতে চাইলেন, এ রকম ভাবলে যারপরনাই অন্যায় হবে। দেশের প্রতি এই প্রগাঢ় এবং স্বতঃস্ফূর্ত অবেগকে উপযুক্ত সম্মান জানাতে ঠিক কতটা প্রশংসা পর্যাপ্ত, তার পরিমাপ আজ কঠিন ঠেকছে।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ সভাকক্ষে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মহম্মদ সরতাজের জন্য ভারত সরকার গর্বিত। যথোচিত মন্তব্যই করেছেন রাজনাথ সিংহ। কিন্তু মহম্মদ সরতাজকে নিয়ে শুধু সরকারের গর্ব যথেষ্ট নয়, তাঁকে নিয়ে প্রত্যেক ভারতবাসীর গর্বিত হওয়াও জরুরি। কারণ ভারতীয়ত্বের এক অক্ষয় উদাহরণ হিসেবে চিরন্তন হয়ে যাবে সরতাজের এই দেশপ্রেম ও জাতীয়তাবোধ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন