Winter

যৎকিঞ্চিৎ

কোনও বছর টানা সাত দিন বসন্তের বাতাস বইলেও মর্মান্তিক চটবে বাঙালি। কী পেলে যে তারা খুশি, সম্ভবত সে ধাঁধা সমাধান না-করতে পেরেই স্বয়ং বিধাতাও ধুত্তোর বলে হাল ছেড়ে দিয়েছেন।

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০৮:১৬
Share:

বাঙালি এক আশ্চর্য জাতি। কিছুতেই শীত পড়ে না কেন, প্রতি বছর তা নিয়ে হাপিত্যেশ করা বাঙালির এ বছরের অভিযোগ, এত ঠান্ডা পড়ল কেন রে বাবা! কোনও বছর টানা সাত দিন বসন্তের বাতাস বইলেও মর্মান্তিক চটবে বাঙালি। কী পেলে যে তারা খুশি, সম্ভবত সে ধাঁধা সমাধান না-করতে পেরেই স্বয়ং বিধাতাও ধুত্তোর বলে হাল ছেড়ে দিয়েছেন। ত্রিশ টাকায় তিনটে পরোটা ছাড়া আর কিছুতেই বঙ্গবাসীর মন ওঠে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন