প্রশান্ত কোন কাজ করেছিলেন সলমনের সঙ্গে? ছবি: সংগৃহীত।
আকস্মিক মৃত্যু হয়েছে প্রশান্ত তামাঙের। ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল ৩’-এ মুগ্ধ করেছিলেন সকলকে। ফের ‘পাতাললোক ২’-তে অভিনয়ে সাড়া ফেলেছিলেন। তবে শেষ কাজটি ছিল সলমন খানের সঙ্গে। কিন্তু নিজের চোখে সেই কাজ আর তাঁর দেখা হল না।
রবিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দার্জিলিংবাসী অভিনেতার। বয়স হয়েছিল মাত্র ৪৩। একসময় কলকাতা পুলিশের কর্মী হিসাবেও কাজ করেছেন তিনি। নিয়মিত গানের অনুষ্ঠান করতেন। পাশাপাশি, নেপালি ছবিতেও অভিনয় করতেন। তবে শেষ কাজটি ছিল সলমনের ‘ব্যাটল অফ গলওয়ান’। ভাইজানের সঙ্গেই অভিনয় করেছিলেন তিনি। সলমনের জন্মদিনে সেই ছবির ঝলক মুক্তি পেয়েছিল। সেই ঝলক নিজের সমাজমাধ্যমেও ভাগ করে নিয়েছিলেন প্রশান্ত। কিন্তু সেই ছবি আর দেখা হল না তাঁর।
ছবির সেট থেকেও বেশ কিছু ছবি ২০২৫ সালে ভাগ করে নিয়েছিলেন প্রশান্ত। সেই সঙ্গে লিখেছিলেন, “খুব দারুণ একটা কাজ হচ্ছে। আমি উত্তেজিত। ধন্যবাদ।” তবে ঠিক কোন চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। সেই বিষয়ে নিজেও কিছু জানাননি প্রশান্ত।
‘পাতাললোক ২’-তে খলচরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে তাঁর পছন্দ ছিল ‘পাতাললোক ১’। সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি হয়তো দ্বিতীয় সিজ়নে কাজ করেছি। নিজের সেরা অভিনয়টা করার চেষ্টা করেছি। কিন্তু বলতে দ্বিধা নেই, আমার প্রথম সিজ়ন বেশি পছন্দের।”
দ্বিতীয় সিজ়নে নাগাল্যান্ডের বিষয় তুলে ধরা হয়েছিল। প্রশান্তের স্ত্রী নাগাল্যান্ডের বাসিন্দা। সেই সূত্রেই জানতে পারেন, সেখানে ‘পাতাললোক ২’-এর অডিশন হচ্ছে। অডিশন দেন এবং সুযোগ পান প্রশান্ত।