Today's Headlines

খবর আজকে

সারা দিন ব্যস্ত ছিলেন? কী হয়েছে জানতে পারেননি? চিন্তা কীসের? দিনের সেরা বাছাই করা খবরগুলো দেখে নিন এক ঝলকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৮:১৮
Share:

নরেন্দ্র মোদী থেকে রাহুল গাঁধী, ডোনাল্ড ট্রাম্প থেকে ভ্লাদিমির পুতিন, শাহরুখ খান থেকে কঙ্গনা রানাউত, বিরাট কোহালি থেকে ঋদ্ধিমান সাহা— খবরের কোনও অভাব নেই। কিন্তু সব খবরই শোনার বা দেখার মতো অফুরন্ত সময় আপনার হাতে আছে কি? এত অজস্র খবরের মধ্যে কোন খবরটা দেখবেন বা শুনবেন? চিন্তা নেই। প্রকৃত গুরুত্বপূর্ণ খবর এবং আপনার পক্ষে প্রয়োজনীয় খবর আমরাই বেছে দেব। আপনার ব্যস্ত সময়ের মধ্যেও চটজলদি আপনি সে সব দেখে নিতে পারবেন। জেনে নিন চারপাশে কী ঘটছে, কোথায় ঘটছে, কেন ঘটছে।

Advertisement

তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন মন্ত্রী মলয় ঘটকের দাদা
মহালয়ার সকালে দুঃসংবাদ। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের দাদা অসীম ঘটক তর্পণ করতে গিয়ে দামোদরে তলিয়ে গিয়েছেন। পিতৃপক্ষের শেষ দিনে গোটা রাজ্যেই তর্পণে চলেছে মঙ্গলবার সকাল থেকে। সবিস্তার পড়তে ক্লিক করুন

ছয় ছক্কার ১০ বছর
দেশের জার্সি পরা হয়নি অনেকদিন। ভারতীয় ক্রিকেট দলও সাফল্যের তুঙ্গে। কিন্তু ছয় ছক্কার মালিককে আর ডাকেন না নির্বাচকরা। ১০ বছর আগের আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিশ্ব ক্রিকেটে। কিংসমেডে সেই দিনেই লেখা হয়েছিল নতুন ইতিহাস। সবিস্তার পড়তে ক্লিক করুন

Advertisement

ট্র্যাক না ছুঁয়ে এই ভাবেই উড়ে যায় বুলেট ট্রেন
বাতাসে ভেসে থাকতে জানতে হবে। আর ভেসে থেকেই ছুটতে হবে অসম্ভব জোরে। এটাই মন্ত্র বুলেট ট্রেনের। কিন্তু চাইলেই তো আর ভেসে থাকা যায় না পৃথিবীতে। ওজন থাকলে তো নয়ই। সবিস্তার পড়তে ক্লিক করুন

প্লাজার হ্যাটট্রিকে টালিগঞ্জকে হারিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল
মহমেডানের সঙ্গে ড্র করার পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল। টালিগঞ্জকে বড় ব্যবধানে হারিয়ে আবার উঠে এল লাল-হলুদ ব্রিগেড। মহমেডানের কাছে আটকে যাওয়ার আগে পর্যন্ত একটিও পয়েন্ট নষ্ট করেনি ইস্টবেঙ্গল। তার আগেই মিনি ডার্বিতে মহমেডানের কাছে আটকে যেতে যেতেও শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নিয়ে মোহনবাগানকে স্বপ্ন দেখিয়েছিলেন আজহারউদ্দিন। সবিস্তার পড়তে ক্লিক করুন

রাতের শহরে শ্লীলতাহানির শিকার কাঞ্চনা মৈত্র
বেহালার সিরিটি শ্মশানের কাছে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রের গাড়ি আটকে মদ্যপ যুবকরা তাণ্ডব চালাল। বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ কাঞ্চনাকে শারীরিক ভাবে হেনস্থা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়েরের পর এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সবিস্তার পড়তে ক্লিক করুন

সমালোচনায় ভীত নই, রোহিঙ্গা সংকটে মুখ খুললেন সু চি
রোহিঙ্গা ইস্যুতে এই প্রথম মুখ খুললেও, সেনার বিরুদ্ধে কিছু বললেন না আউং সান সু চি। পরিসংখ্যান বলছে, গত ২৫ অগস্ট থেকে মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর যে অত্যাচার শুরু হয়েছে, তাতে এখনও পর্যন্ত শতাধিক শরণ্যার্থীর মৃত্যু হয়েছে। সবিস্তার পড়তে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বিমানে উঠতে দেওয়া হল না বাংলাদেশ ক্রিকেটার রুবেলকে
দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠতে পারলেন না বাংলাদেশের রুবেল হোসেন। কারণ হিসেবে জানানো হয়েছে, তাঁর কাছে অভিবাসন সংক্রান্ত ছাড়পত্র ছিল না। মঙ্গলবারের ঘটনা। ৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ব্লুমফনটেনে শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। সবিস্তার পড়তে ক্লিক করুন

মহালয়ার ভোরে ২ কিলোমিটার জুড়ে আলপনা আঁকল কলকাতা
ভোরের আলো ফোটার আগেই কাজ শেষ হয়ে গিয়েছিল ওঁদের। মহালয়ার সকালের প্রথম সূর্যের আলো যখন এসে পড়ল কালো পিচের রাস্তায়, তখন দেখা গেল সেই কালো মুখ ঢেকেছে হাজার রঙের রামধনুতে। সবিস্তার পড়তে ক্লিক করুন

উত্‌রণের সেই ছোট্ট ‘ইচ্ছা’, এখন কেমন?
স্পর্শ খানচানদানি। তবে দর্শকদের কাছে এখনও পরিচিত ‘ইচ্ছা’ হিসাবেই। সবিস্তার পড়তে ক্লিক করুন

এই ছবিটা এক বিখ্যাত নায়িকার, কে বলুন তো?
ছবিটা দেখুন তো। ভাল করে দেখুন। আপনাকে বলেই দেওয়া হল, এটি এক বিখ্যাত নায়িকার ছবি। এটাও বলে দেওয়া যেতে পারে, বেশির ভাগ দর্শক এই অভিনেত্রীকে চেনেন। এ বার বলুন তো, ইনি কে? সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন