Today's Headlines

খবর আজকে

সারা দিন ব্যস্ত ছিলেন? কী হয়েছে জানতে পারেননি? চিন্তা কীসের? দিনের সেরা বাছাই করা খবরগুলো দেখে নিন এক ঝলকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩৬
Share:

নরেন্দ্র মোদী থেকে রাহুল গাঁধী, ডোনাল্ড ট্রাম্প থেকে ভ্লাদিমির পুতিন, শাহরুখ খান থেকে কঙ্গনা রানাউত, বিরাট কোহালি থেকে ঋদ্ধিমান সাহা— খবরের কোনও অভাব নেই। কিন্তু সব খবরই শোনার বা দেখার মতো অফুরন্ত সময় আপনার হাতে আছে কি? এত অজস্র খবরের মধ্যে কোন খবরটা দেখবেন বা শুনবেন? চিন্তা নেই। প্রকৃত গুরুত্বপূর্ণ খবর এবং আপনার পক্ষে প্রয়োজনীয় খবর আমরাই বেছে দেব। আপনার ব্যস্ত সময়ের মধ্যেও চটজলদি আপনি সে সব দেখে নিতে পারবেন। জেনে নিন চারপাশে কী ঘটছে, কোথায় ঘটছে, কেন ঘটছে।

Advertisement

ভয়াল ভূমিকম্পে বিধ্বস্ত মেক্সিকো, মৃত দুশোরও বেশি
অতি শক্তিশালী ভূমিকম্পের ছোবলে আর্তনাদ করছে মেক্সিকোর বিশাল অঞ্চল। যত সময় যাচ্ছে। বেড়ে চলেছে মৃতের সংখ্যা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে এই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১। সবিস্তার পড়তে ক্লিক করুন

কোন কারণে ‘ব্রাত্য’ সহজ পাঠের গপ্পো?
‘সহজ পাঠের গপ্পো’র দুই খুদে তারকা। বাঁদিকে নুর ইসলাম এবং ডানদিকে সামিউল আলম। ছবি: মানস মুকুল পালের সৌজন্যে। শৈশবের গল্প। গ্রামবাংলার গল্প। ভালবাসার গল্প। পার্বণের গল্প। প্রতীক্ষার গল্প। বেঁচে থাকার গল্প। জীবনের গল্প। এ সব নিয়েই ‘সহজ পাঠের গপ্পো’। সবিস্তার পড়তে ক্লিক করুন

Advertisement

পদ্মভূষণের জন্য ধোনির নাম পাঠাল বিসিসিআই
দেশের সেরা অধিনায়ক তিনিই। যাঁর হাত ধরে অনেক সাফল্য এসেছে ভারতীয় ক্রিকেটে। সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তী সময়ে তিনিই তুলে নিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটন। আক্রমণাত্মক অধিনায়কের হাত থেকে ভারতীয় ক্রিকেট চলে এসেছিল ক্যাপ্টেন কুলের হাতে। সবিস্তার পড়তে ক্লিক করুন

প্রবল বৃষ্টিতে নাজেহাল মুম্বই!
রাতভর মুষলধারে বৃষ্টির হয়েছে। সকালেও থামেনি। বরং আরও বৃষ্টির চোখরাঙানিতে কাঁপছে মুম্বই। শহরের নিচু এলাকায় জমেছে জল। বন্ধ স্কুল-কলেজ-অধিকাংশ দোকানপাট-অফিস। বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা। রাস্তায় দেখা নেই যানবাহনের। সবিস্তার পড়তে ক্লিক করুন

উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ৩৮৯ কোটির বাঁধ!
ঘটা করে উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। সেই মতো প্রচারও হয়েছিল জোরকদমেই। কিন্তু উদ্বোধনের ঠিক আগেই অতিরিক্ত জলের চাপে ভেঙে পড়ল ভাগলপুরের গাটেশ্বর পন্থ ক্যানাল প্রকল্পের একাংশ। গঙ্গার উপর এই বাঁধ নির্মাণে খরচ হয়েছিল প্রায় ৩৮৯ কোটি টাকা। সবিস্তার পড়তে ক্লিক করুন

২০২৩ বিশ্বকাপেও খেলবে ধোনি: মাইকেল ক্লার্ক
২০১৯ বিশ্বকাপেই এমএস ধোনি খেলতে পারবেন কি না তা নিয়ে মাঝে মাঝেই প্রশ্ন উঠছে। কিন্তু সবার সব কিছুকে এক্কেবারে মিথ্যে প্রমাণ করে দিতে পারে মাইকেল ক্লার্কের এই বক্তব্য। তাঁর বিশ্বাস ধোনি খেলতে পারেন ২০২৩ পর্যন্তও। সবিস্তার পড়তে ক্লিক করুন

সাক্ষীর টপলেস ছবি ভাইরাল!
ইনি কে জানেন? না, কিম কার্দাশিয়ান, শার্লিন চোপড়া বা পুনম পান্ডে নন। এই তরুণীর নাম সাক্ষী চোপড়া। ৯০-এর দশকে টেলিভিশনে রামায়ণ-মহাভারতের পরিচালক রামানন্দ সাগরের নাতনি ইনি। লন্ডনের ‘ট্রিনিটি কলেজ’-এর পড়ুয়া এই তরুণী আসলে ইনস্টাগ্রামের নতুন সেনসেশন। সবিস্তার পড়তে ক্লিক করুন

সুপার অফার: পুজোয় দাম কমল জিওফাইয়ের
রিলায়্যান্স জিও-র ফোরজি হটস্পট জিওফাইয়ের দাম কমে হল ৯৯৯ টাকা। সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন