ভোটের ভবিষ্যৎ

প্রথমত, ১৯৮২ সাল হইতে একাদিক্রমে ছত্রিশ বৎসর এই প্রদেশ শাসন করিতেছে সোশ্যালিস্টরা। যে কোনও দল দীর্ঘ দিন শাসন করিলে তাহার প্রতি জনসাধারণের অনীহা জন্মে। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট নেতারাও তাহা ঠেকিয়া শিখিয়াছিলেন।

Advertisement
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:২৭
Share:

স্পেনের আন্দালুসিয়া প্রদেশের নির্বাচনে অতি-দক্ষিণপন্থী পার্টি ভক্স বারোটি আসন দখল করিয়াছে। পর্যবেক্ষকরা অনেকে এই ফলে বিস্মিত। তাঁহারা নাকি ভাবিয়াছিলেন, প্রায় চল্লিশ বৎসর একনায়ক ফ্রাঙ্কোর অধীনে কাটাইয়াছেন স্পেনীয়রা, সেই অভিজ্ঞতায় অগ্নিশুদ্ধ তাঁহাদের সমষ্টি-স্মৃতি, সুতরাং আবার চরম দক্ষিণপন্থীদের ভোট দিয়া ডাকিয়া আনিবার ভুল তাঁহারা করিবেন না। এমন আশা দেখিলেই বরং বিস্মিত হইতে হয়। একই ভুল, একই বিপজ্জনক ভুল, বার বার করিবার ক্ষমতায় মানুষ সম্ভবত অ-তুলনীয়। সুকুমার রায় তাহা জানিতেন। প্রকৃতপ্রস্তাবে এই নির্বাচনী পরিণামে বিস্ময়ের কোনও হেতু নাই। প্রথমত, ১৯৮২ সাল হইতে একাদিক্রমে ছত্রিশ বৎসর এই প্রদেশ শাসন করিতেছে সোশ্যালিস্টরা। যে কোনও দল দীর্ঘ দিন শাসন করিলে তাহার প্রতি জনসাধারণের অনীহা জন্মে। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট নেতারাও তাহা ঠেকিয়া শিখিয়াছিলেন। লক্ষণীয়, স্পেনের সোশ্যালিস্ট নেতা সুসানা দিয়াস কিন্তু কালের যাত্রার ধ্বনি শুনিতে পাইয়াছেন। এই ফলকে তিনি ‘সমাজতন্ত্রীদের দুঃখের রাত’ বলিয়া চিহ্নিত করিয়াছেন। এবং স্বীকার করিয়াছেন, আপন পরাজয় হইতে ভক্সদের জয়টি অধিক আশঙ্কার দ্যোতক। দ্বিতীয়ত, হাঙ্গেরি হইতে ডেনমার্ক, জার্মানি হইতে পোল্যান্ড— ইউরোপ জুড়িয়া দক্ষিণপন্থীরা নির্বাচনে সফল হইতেছে। তাহাদের অন্যতম মূলধন: শরণার্থী সঙ্কট। স্পেনও ব্যতিক্রম নহে। তৃতীয়ত, ক্যাটালান-এর স্বাধীনতা স্পেনের একতার পক্ষে বিপজ্জনক— উগ্র জাতীয়তাবাদের এই পরিচিত চালেই চাকা ঘুরাইয়া দিয়াছে ভক্স।

Advertisement

তৃতীয় প্রশ্নটি বস্তুত গূঢ়তর। নির্বাচনটি স্থানীয় বটে, কিন্তু স্পেনের জাতীয় রাজনীতিতে জনবহুল আন্দালুসিয়ার ফল অত্যন্ত প্রাসঙ্গিক। আগামী বৎসর দেশে যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হইবে, তাহাতে ইহার প্রভাব পড়িবেই। মে মাসে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন, তাহার জন্যও কিছু বার্তা বহন করিল আন্দালুসিয়া। তাহা বুঝিয়াই ইউরোপীয় পার্লামেন্টে লিবারালদের নেতা গি ভোরহফস্তাত স্পেনের বামপন্থীদের প্রতি সতর্কবাণী পাঠাইয়াছেন। বুঝাইবার চেষ্টা করিয়াছেন, ভবিষ্যতের লড়াইটি কঠিনতর। লড়াইয়ের অভিমুখটিও তাহাদের নিজেদেরই স্থির করিতে হইবে। কারণ, খণ্ডিত রায় মিলিবার ফলে আন্দালুসিয়ায় সরকার গড়িবার একাধিক সমীকরণ আবির্ভূত। সোশ্যালিস্টরা সর্বাধিক আসন পাইলেও অপর বামপন্থী জোটের সহিত যূথবদ্ধ হইলেও সরকার গড়িবার সংখ্যা মিলিবে না তাহাদের। অপর পক্ষে, অতি-দক্ষিণ ভক্স ও দক্ষিণ-ঘেঁষা সিটিজ়েন ও কনজ়ারভেটিভরা জোট বাঁধিলে সরকার তাহাদের। এক কালে দাক্ষিণ্যের মাত্রার প্রশ্নে রক্ষণশীলেরা ত্রিধাবিভক্ত হয়। কিন্তু ক্ষমতা দখলের তাগিদে জোট বাঁধিলে পর্যবেক্ষকরা সম্ভবত পুনরায় বিস্মিত হইবেন না। দক্ষিণের উগ্র পথের বিপ্রতীপে বামপন্থীরা কোন রাস্তা অবলম্বন করেন, সেটি দেখিবার। তাঁহারা আপন আদর্শ মজবুত করিতে পারেন, কিংবা জোড়াতালি দিয়া সরকার গঠনের সঙ্গী অন্বেষণে রত হইতে পারেন। স্মরণে রাখা ভাল, অংশত তাঁহাদের আচরণের দ্বারাই নির্ধারিত হইবে আন্দালুসিয়া তথা স্পেন তথা ইউরোপের ভবিষ্যৎ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন