সম্পাদক সমীপেষু

সম্পাদক সমীপেষু

Advertisement
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৪ ০০:০৫
Share:

আক্ষেপ নিষ্ফল

Advertisement

সি পি এমের কর্মীরা রাজনৈতিক পত্রপত্রিকা পড়ছে না, তাদের মতাদর্শে রাজনৈতিক শিক্ষায় ঘাটতি হচ্ছে (‘বিমানের আক্ষেপ’, ১৮-১০) এর কারণ তো দলের নেতৃত্বের মধ্যেই রয়েছে। শিক্ষক পড়াবেন না, আর সব দোষ ছাত্রদের! কিছু কিছু অঞ্চলে সি পি এমের নিচু তলার সদস্যদের কাছে খোঁজ নিয়ে দেখেছি, গত ২০-২৫ বছর ধরে রাজনীতির মৌলিক পাঠ উঠে গেছে। তাই আদর্শগত বন্ধনটাই তো নেই।

নেতৃত্বের এই ব্যর্থতার নেপথ্যে রয়েছে যে কারণ, তা হল, সম্ভবত তাঁরা চাননি যে দলের সদস্য ও কর্মীরা রাজনৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হোক। জ্ঞানের আলো চোখ খুলে দেয়, ভাল-মন্দ ন্যায়-অন্যায় বোধ জাগ্রত রাখে। এমন সজাগ কর্মী-বাহিনী নিয়ে চলা তো বিপদসঙ্কুল। কারণ, তা হলে সব স্তরের নেতৃত্বকেও তো মতাদর্শ অনুসারে চলতে হবে।

Advertisement

দুর্গাপতি বৈষ্ণব। বোড়াল

ভূদেব সেন

গৌতম ভদ্র (‘সে দিনের আন্দোলন...’, ৮-১০) লিখেছেন, ‘১৯৬৫ সালে ট্রামভাড়া বৃদ্ধি আন্দোলনের প্রেক্ষিতে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে ক্লাসরুমের চৌহদ্দিতে পুলিশ ঢুকে ছাত্র ভূদেব রায়কে গুলি করে হত্যা করে।’

নিহত ছাত্রটির নাম ছিল ভূদেব সেন। এই হত্যার প্রতিবাদে একাধিক ছাত্র ধর্মঘটের কথা মনে আছে। ভূদেব সেনের অকালমৃত্যুর পরে তাঁর অনুরাগীরা তাঁর লেখা কবিতার একটি সংকলন প্রকাশ করেছিলেন, নাম ছিল ‘আমি যেতে চাই নরকে’।

জয়ন্ত হালদার। কলকাতা-৫৬

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন