SSC Notice

অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ! এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অবশ্যই রাখতে হবে আধার, ক়ড়া কর্তৃপক্ষ

পরীক্ষা শুরু রবিবার দুপুর ১২ থেকে। চলবে ১টা ৩০ মিনিট পর্যন্ত। ১১ টা ৪৫ মিনিটের পর আর কাউকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১
Share:

প্রতীকী চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর। ভুয়ো পরীক্ষার্থী রুখতে কড়া ব্যবস্থা রাখছে এসএসসি। যদি কোনও পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ থাকে, তা হলে তাঁদের পরিচয় পত্র হিসাবে সঙ্গে রাখতে হবে আধার কার্ড।

Advertisement

ইতিমধ্যে পরীক্ষার্থীদের সচিত্র পরিচয়পত্র নিয়ে সতর্ক করেছে কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডে ছবি ও সই সঠিক মতো আপলোড করা যায়নি। এর আগে দু’বার তা আপলোড করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এর পরও যদি কোনও পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে সে ছবি আপলোড না হয়ে থাকে, তা হলে তাঁদের আধার বা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। সচিত্র পরিচয়পত্রের প্রতিলিপিও সঙ্গে রাখতে রাখতে হবে। ভুয়ো পরীক্ষার্থী রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

রবিবার দুপুর ১২ থেকে পরীক্ষা শুরু। চলবে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত। ১১টা ৪৫ মিনিটের পর আর কোনও পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। মূল দরজা বন্ধ করে দেওয়া হবে। বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে বলেও জানানো হয়েছে এসএসসি-র তরফে। অর্থাৎ তাঁরা দুপুর ২ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। রাজ্য জুড়ে প্রায় ৬৪০ টি সেন্টারে পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

একজন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র, জরুরি নথিপত্র, নীল বা কালো কালির বল পেন রাখতে পারবেন পরীক্ষাকেন্দ্রের ভিতরে। এ ছাড়া শুধু জলের বোতল রাখা যাবে নিজের সঙ্গে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement