অভিনয় শেখার কোর্স। প্রতীকী ছবি।
অভিনয় এবং এই সংক্রান্ত নানা ক্ষেত্রকে পেশা হিসাবে নির্বাচন করার স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু পেশা নির্বাচন করার আগে প্রয়োজন দক্ষতা অর্জনের। রাজ্যের বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে অভিনয়, ভিডিয়ো এডিটিং-সহ আরও কোর্স করানো হয়। এ বার রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও রয়েছে অভিনয় নিয়ে পড়ার সুযোগ।
ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের তরফে দু’টি কোর্সে ভর্তি নেওয়া হবে আগ্রহীদের। দু’টিই পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কোর্স। একটি অভিনয়ের উপর আর একটি ভিডিয়ো এডিটিং-এর উপর। অভিনয় নিয়ে পড়ার সুযোগ পাবেন ২৫ জন এবং ভিডিয়ো এডিটিং নিয়ে ১৫ জন। মোট ৪৮ সপ্তাহের কোর্স। ইংরেজি, হিন্দি ও বাংলায় ক্লাস করানো হবে। ১৮ থেকে ৪০ বছরের আগ্রহীরা আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া চাই। কোর্সটির মোট খরচের ২০ শতাংশ দিতে হবে পড়ুয়াদের। অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী ৮০ হাজার টাকা দেবে পড়ুয়া। বাকি টাকা ত্রিপুরার সরকারের তরফে দেওয়া হবে। তবে রেজিস্ট্রেশন মূল্য হিসাবে ৫০০/২০০ টাকা জমা দিতে হবে।
ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকেই।
অন্য দিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছরের স্নাতক কোর্সের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নাটক, ইনস্ট্রুমেন্টাল মিউজ়িক, পারকাশন এবং পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত (ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজ়িক), রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজ়িক, নৃত্যের মতো বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে এই বিষয়ে যাবতীয় তথ্য জানা যাবে।
রবীন্দ্রভারতী ছাড়াও কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই)-এর অধীনে সিনেম্যাটোগ্রাফি, এডিটিং-সহ বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ থাকে। বিশ্বভারতী থেকে ড্রামা এবং থিয়েটার আর্টস নিয়েও পড়ার সুযোগ রয়েছে। রাজ্যের বাইরে আরও বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে অভিনয়-সহ পারফর্মিং আর্টসের বিভিন্ন বিষয় নিয়ে কোর্স করানো হয়। তার মধ্যে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অন্যতম। কোন কোর্সের কত খরচ তা প্রতিষ্ঠান অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলির ওয়েবসাইট থেকেই এই বিষয় বিস্তারিত তথ্য জানতে পারবেন আগ্রহীরা।