এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।
গত অক্টোবর মাস থেকে শুরু হয়েছে মেডিক্যাল স্নাতকোত্তরে ভর্তির কাউন্সেলিং। নিট পিজি (ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন) প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই পড়ুয়াদের স্নাতকোত্তরে ভর্তির সুযোগ মিলছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মিলছে। এর মধ্যে রাজ্যে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস (এমস) অন্যতম। সেই প্রতিষ্ঠানে কোন বিভাগে কত আসন রয়েছে, বৃহস্পতিবার তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
প্রতিষ্ঠান থেকে এমডি, এমএস বা এমডিএস ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে। উচ্চশিক্ষা করা যাবে অ্যানাস্থেশিয়োলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, কনজ়ারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, ডার্মাটোলজি অ্যান্ড ভেনিরিয়োলজি, এমার্জেন্সি মেডিসিন, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, পেডিয়াট্রিক্স-সহ নানা বিষয়। সমস্ত বিভাগ মিলিয়ে মোট ১১৪টি আসনে ভর্তির সুযোগ মিলবে। দু’বছরের কোর্সের জন্য জমা দিতে হবে ২,৯২৭ টাকা।
আবেদনকারীদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রির পাশাপাশি এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে চলতি বছরের নিট পিজি-তেও। কাউন্সেলিংয়ের মাধ্যমে আসন সংরক্ষণের পর পড়ুয়াদের সমস্ত নথি নিয়ে প্রতিষ্ঠানে হাজির হতে হবে।