Courses and Career in Nursing

দ্বাদশের পরে নার্সিং-এর কোন কোর্স আদর্শ? কোন ক্ষেত্রে, কোন পদে মেলে কাজের সুযোগ?

কোভিড অতিমারির পরে স্বাস্থ্যক্ষেত্রে বিপুল চাহিদার কারণে নার্সিং পেশার জনপ্রিয়তা বেড়েছে। দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরে অনেকেই এই পেশা নির্বাচনের জন্য উচ্চশিক্ষায় আগ্রহী হন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪
Share:

প্রতীকী চিত্র।

বহুদিন ধরেই নার্সিংকে পেশা হিসাবে বেছে নেওয়ার প্রবণতা রয়েছে। কোভিড অতিমারির পরে স্বাস্থ্যক্ষেত্রে বিপুল চাহিদার কারণে এই পেশার জনপ্রিয়তা আরও বেড়েছে। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রায় ৪২ লক্ষ ৯৪ হাজার মানুষ নার্সিং পেশার সঙ্গে যুক্ত। দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরে অনেকেই এই পেশা নির্বাচনের জন্য উচ্চশিক্ষায় আগ্রহী হন। কিন্তু কোন পাঠক্রম বেছে নেবেন, তা নিয়ে ধন্দে থাকেন। এই প্রতিবেদনে রইল তারই সুলুকসন্ধান।

Advertisement

কোর্স

মূলত তিন ধরনের স্নাতক কোর্সে ভর্তি হওয়া যায় দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার পর। তবে তিনটি পাঠক্রমের মেয়াদ, পাঠ্যক্রম এবং কোর্স শেষে চাকরির সুযোগের ক্ষেত্রে বেশ কিছুটা তফাৎ রয়েছে।

Advertisement

১। এএনএম (অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি)

এটি একেবারে প্রাথমিক স্তরের ডিপ্লোমা নার্সিং কোর্স। কম খরচসাপেক্ষ। যাঁরা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বা কমিউনিটি হেল্‌থ সেন্টারে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজে যুক্ত হতে চান, তাঁদের জন্য আদর্শ। তবে শুধুমাত্র মহিলারা এই কোর্স করে চাকরির সুযোগ পান।

মেয়াদ: দু’বছর

প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা: দ্বাদশের পরীক্ষায় যে কোনও বিভাগে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই এই কোর্স করার সুযোগ মেলে। তবে আবশ্যিক বিষয় হিসাবে ইংরেজি থাকা প্রয়োজন। পাশাপাশি, তাঁদের বয়স ১৭ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

প্রবেশিকা: এএনএম-এর মতোই বিভিন্ন রাজ্যভিত্তিক বা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রবেশিকার মাধ্যমে কোর্সে ভর্তি হওয়া যায়।

চাকরির সুযোগ: স্টাফ নার্স, ওয়ার্ড সুপারভাইজ়র, কমিউনিটি হেল্‌থ অফিসার বা অন্য পদে কাজের সুযোগ মেলে।

২। জিএনএম (জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)

এটি বৃহত্তর ক্ষেত্রের জন্য প্রস্তুত মধ্যবর্তী স্তরের একটি ডিপ্লোমা কোর্স। পাঠক্রমে শেখানো হয় বিভিন্ন ক্লিনিক বা হাসপাতালে কাজের জন্য ক্লিনিক্যাল দক্ষতা, নার্সিং এবং রোগী পরিষেবা দেওয়ার খুঁটিনাটি।

মেয়াদ: সাড়ে তিন বছর।

প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা: এ ক্ষেত্রেও দ্বাদশের পরীক্ষায় যে কোনও বিভাগ থেকে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে ভর্তির সুযোগ মেলে। তবে অগ্রাধিকার পান বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণেরা। পরীক্ষায় আবশ্যিক বিষয় হিসাবে ইংরেজি থাকাও প্রয়োজন। যাঁদের এএনএম-এ ন্যূনতম ৪০ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারেন। আবেদনকারীদের বয়স হতে হয় ১৭ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

প্রবেশিকা: এএনএম-এর মতোই।

চাকরির সুযোগ: কমিউনিটি হেল্‌থ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট নার্স বা মিডওয়াইফ পদে কাজের সুযোগ মেলে।

৩। বিএসসি নার্সিং

স্নাতক স্তরের এই কোর্স নার্সিং পেশায় উচ্চপদে বা শিক্ষকতার জন্য উপযুক্ত। দেশে বা বিদেশে চাকরির ক্ষেত্রেও এই কোর্সের গুরুত্ব বেশি।

মেয়াদ: ৪ বছর

প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা: দ্বাদশে বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৪৫-৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হয়। আবশ্যিক বিষয় হতে হয় ইংরেজি।

প্রবেশিকা: নিট ইউজি, কুয়েট ইউজি, রাজ্য বা প্রতিষ্ঠানভিত্তিক প্রবেশিকার মাধ্যমে কোর্সে ভর্তির সুযোগ মেলে।

চাকরির সুযোগ: বিভিন্ন হাসপাতাল বা নার্সিং হোমে অ্যাডভান্স্‌ড নার্স, অফিসার পদে কাজের যেমন সুযোগ রয়েছে, তেমনই শিক্ষকতা, গবেষণা বা বিদেশে নার্স হিসাবে চাকরির সুযোগও থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement