MBA Admission 2025

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে শুরু এমবিএ-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া, আবেদন করবেন কী ভাবে?

দু’বছরের চারটি সেমেস্টারের কোর্স এটি। মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে ৫৯ জন পড়ার সুযোগ পাবেন এবং মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টারন্যাশনাল বিজ়নেস বিভাগে ৫৯ জন ভর্তি হতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৫:০০
Share:

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভর্তির আবেদনপত্র গ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে।

Advertisement

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষে পড়ার জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। দু’বছরের চারটি সেমেস্টারের কোর্স এটি। মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে ৫৯ জন পড়ার সুযোগ পাবেন এবং মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টারন্যাশনাল বিজ়নেস বিভাগে ৫৯ জন ভর্তি হতে পারবেন। প্রতি সেমেস্টারে ৩০ হাজার টাকা করে জমা দিতে হবে। এ ছাড়াও বাড়তি কিছু খরচ বহন করতে হবে প্রার্থীকে।

রেজিস্ট্রেশনর জন্য ২০২৫ সালের ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট) উত্তীর্ণ হতে হবে। যদিও এখনও ২০২৫ সালের ক্যাট-এর ফলাফল প্রকাশিত হয়নি। তবে, ফল প্রকাশের পর ক্যাট-এর নম্বর, শিক্ষাগত যোগ্যতা, দলগত আলোচনা (গ্রুপ ডিসকাশন) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।

Advertisement

এ ছাড়াও, স্নাতক উত্তীর্ণ হওয়াও প্রয়োজন। যদি টেকনোলজি, এগ্রিকালচার, মেডিসিন বিষয়গুলিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তা হলেও আবেদন করা যাবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৪ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই বিষয়ে বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement