MEd Admission

রাজ্যের বাইরে এমএড পড়বেন! বেঙ্গালুরুতে মিলবে সুযোগ, কী ভাবে করবেন আবেদন?

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জন্য এমএড-এ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি হতে চাইলে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি থাকা চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৬:১৫
Share:

ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

মাস্টার অফ এডুকেশন (এমএড) পড়তে চান? সুযোগ দিচ্ছে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জন্য এমএড-এ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি হতে চাইলে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি থাকা চাই। সে ক্ষেত্রেও ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। রেজিস্ট্রেশন মূল্য, ভর্তির টাকা-সহ মোট এক বছরের জন্য খরচ হবে ৯,৭০০ টাকা। দু’বছরের কোর্স এটি। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement