AI Courses After 12th

পড়ার বিষয় যখন ‘জেনারেটিভ এআই’, শুরু করার আগে জেনে রাখতে হবে বিশেষ নিয়ম

নিছক বিনোদনের জন্য তো বটেই, চ্যাটবট বহু মানুষের কাছে ইন্টারনেটের দোসর হয়ে উঠেছে। এই বিষয়টি নিয়ে যদি পড়াশোনা করা যায়, তা হলে কী করতে হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০৯:০০
Share:

ছবি: এআই।

স্কুল স্তরের পর কৃত্রিম মেধা নিয়ে পড়াশোনায় আগ্রহী হন অনেকেই। কিন্তু কোন বিভাগ থেকে শুরু করবেন, কী নিয়ে পড়া যায়, কোন বিষয়ে দক্ষ হতে হয়—অনেক কিছুই অজানা। এই যেমন ‘জেনারেটিভ এআই’-এর সাহায্যে নিজের ছবিকে নিমেষের মধ্যে পুতুলের মতো সাজানো যাবে, এমন ট্রেন্ডে শামিল সকলেই। বছরের শেষে তাতে সামান্য রদবদল হয়েছে। মানুষের মুখ একই রকম থেকে গেলেও বদলেছে ছবির ব্যাকগ্রাউন্ড। যথাযথ নির্দেশ দিলেই হুগলির অরিত্র-র ছবির পেছনে শোভা পাচ্ছে আইফেল টাওয়ার কিংবা তাজমহল।

Advertisement

নিছক বিনোদনের জন্য তো বটেই, চ্যাটবট বহু মানুষের কাছে ইন্টারনেটের দোসর হয়ে উঠেছে। এই বিষয়টি নিয়ে যদি পড়াশোনা করা যায়, তা হলে কী করতে হবে? দ্বাদশের উত্তীর্ণ হওয়ার পর শুরু করার জন্য কী কী বিষয় জেনে নেওয়া প্রয়োজন? রইল হদিশ—

দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ হওয়ার পর কোডিং, বা ডিজ়াইনিং নিয়ে জ্ঞান না থাকলে কি এই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করা যায়— এ প্রশ্ন অনেকেরই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরের ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক অরিন্দম বিশ্বাস বলেন, “টেক্সট-টু-ইমেজ জেনারেশনের জন্য পাইথন কোডিং-ই মূলত ব্যবহার করা হয়। তাই সেটা জানলে কাজ শিখে নিতে বেশি সময় লাগে না। তাই যাঁরা একদম শুরু থেকে শিখতে চাইছেন, তাঁরা বই থেকেই কোডিং-এর বিষয়টি শিখে নিতে পারেন।”

Advertisement

— প্রতিনিধিত্বমূলক ছবি।

কোডিং-এর সঙ্গেই আসে অঙ্কের প্রসঙ্গও। এই ক্ষেত্রেও পার্শিয়াল ডিফারেনশিয়াল, অঙ্কের একটি বিশেষ সমীকরণ জানার দরকার হয় প্রোগ্রামিং তৈরির জন্য। অধ্যাপক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, ওই বিশেষ সমীকরণের জন্যই কিছু কিছু কোর্সের ক্ষেত্রে অঙ্কের পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া হলেও তা আবশ্যক নয়।

তবে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স-এর শিক্ষক মিলি ঘোষের কথায়, অঙ্ক, মেশিন লার্নিং-এ দক্ষ এবং কম্পিউটার নিয়ে আগ্রহী হওয়া ভীষণ জরুরি। এতে বিষয়ের গভীরে গিয়ে পড়াশোনা করতে সমস্যায় পড়তে হয় না।

অনলাইনেই দ্বাদশ উত্তীর্ণেরা ‘জেনারেটিভ এআই’-এর বিষয়ে বিভিন্ন তথ্য জেনে নিতে পারবেন। শেখার জন্য সেই সমস্ত তথ্য কি যথেষ্ট? মিলি ঘোষের কথায়, “যে কোনও পাবলিক ফোরামে পাওয়া তথ্যই যে নির্ভরযোগ্য, এমনটা নয়। এ ক্ষেত্রে চ্যাটজিপিটি-র উপর নির্ভর করলে চলবে না।” অরিন্দম বিশ্বাস বলেন, “ইন্টারনেটে কম বেশি সব ধরনের তথ্যই পাওয়া যায়। তবে, সেগুলি নিয়ে চর্চার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বিশেষ ভাবে প্রয়োজন। এ ছাড়াও মেশিন লার্নিং, কৃত্রিম মেধা সংক্রান্ত কিছু নির্ভরযোগ্য বই রয়েছে। তা নিয়েও পড়াশোনা শুরু করতে পারেন দ্বাদশ উত্তীর্ণেরা।”

ছবি: এআই।

তবে, কোন প্রম্পট্ অর্থাৎ নির্দেশ দিলে সাধারণ ছবি ঝা-চকচকে হয়ে উঠবে, বা চোখের নিমিষে কোনও অনুষ্ঠানের পোস্টার তৈরি করা যাবে— তার জন্য সৃজনশীল ভাবনা এবং নিয়মিত চর্চার প্রয়োজন রয়েছে। এ জন্য অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে আগ্রহীরা কী ভাবে প্রম্পট লিখতে হবে, কোন ক্ষেত্রে কী নির্দেশ দিলে ছবির বিষয়বস্তু স্পষ্ট হবে— তা শিখে নিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement