বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
অনার্স ছাড়াই স্নাতক উত্তীর্ণ হয়েছেন। কিন্তু ইচ্ছে রয়েছে স্নাতকোত্তর পড়ার। আবার, কাজের পাশাপাশি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়ার ইচ্ছেও রয়েছে। তা হলে খোঁজ নেওয়া যেতে পারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই প্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ ও অনলাইন শিক্ষা কেন্দ্র (সেন্টার ফর ডিসট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন)-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। বাংলা, ইতিহাস, দর্শন, ইংরেজি এবং সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর পড়া যাবে। বিষয়ভিত্তিক কোর্স মূল্য যথাক্রমে ৮০০০, ৮২০০, ৮৫০০ এবং ৮৭০০ টাকা। দু’বছরের কোর্স এটি। আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে বর্ধমান মুক্ত বিশ্ববিদ্যালয়ের http://dde.buruniv.ac.in ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ২৪ অগস্ট আবেদন প্রক্রিয়া সম্পন্নের শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।