কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকোত্তরে ভর্তিতে পুরনো ওবিসি আইনকে মান্যতা দিয়ে সমস্ত বিষয়ে ছাত্রছাত্রীদের ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে।
কলা শাখার যে ২৬টি বিষয়ে আগ্রহীরা ভর্তি হতে পারবেন, তার তালিকা দেওয়া হল—
কারা আবেদন করতে পারবেন?
উল্লিখিত বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। কিছু কিছু বিষয় অর্থাৎ সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ়, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, মিউজ়িয়োলজি, বুদ্ধিস্ট স্টা়ডিজ়, প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ইতিহাস, দর্শন, নৃতত্ত্ব, লিঙ্গুইস্টিক্সের মতো বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রে স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।
ফি সংক্রান্ত তথ্য:
কলা শাখার বিষয়গুলির জন্য টিউশন ফি ৯০০ টাকা, অ্যাডমিশন ফি ২০০ টাকা জমা দিতে হবে। এ ছাড়াও আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় অনলাইনে পোর্টাল চালু করেছে। পোর্টালটি ৮ অগস্ট পর্যন্ত চালু থাকবে। আবেদনের ত্রুটি সংশোধনের সুযোগও ৮ অগস্ট পর্যন্তই পাওয়া যাবে। ওই তারিখের মধ্যেই আবেদনমূল্যও জমা দিতে হবে।
কবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে, সেই সম্পর্কিত তথ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলিতে (caluniv-ucsta.net /caluniv.ac.in) শীঘ্রই দেওয়া হবে।