গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।
বিজ্ঞানী থেকে পরিবেশকর্মী, এমনকি রাজনীতির চর্চায় সুস্থায়ী উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণের মতো বিষয়গুলি রয়েছে। এই বিষয় নিয়ে পড়াশোনার উপরেও জোর দেওয়া হচ্ছে যথেষ্ট। কারণ কর্মক্ষেত্রে ফরেস্ট রেঞ্জ অফিসার কিংবা ইকোলজিস্টের মতো পদে বিশেষজ্ঞদের চাহিদাও বেড়েছে।
বিশেষজ্ঞ হতে চাইলে কী নিয়ে পড়তে হবে?
পরিবেশ, বন্যপ্রাণ সংরক্ষণের মতো বিষয়ে আগ্রহীরা ফরেস্ট সায়েন্স, ফরেস্ট্রি, ওয়াইল্ডলাইফ সায়েন্স-এর মতো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন। উল্লিখিত বিষয়ের অধীনে জঙ্গলের জীববৈচিত্র্য, বন্যপ্রাণ ব্যবস্থাপনা, ফরেস্ট পলিসি অ্যান্ড ল, রিমোট সেন্সিং, কার্বন ফরেস্ট্রি-র মতো বিষয় শেখার সুযোগ মেলে।
কোন বিভাগে চাকরির সুযোগ?
— ফাইল ছবি।
কী ধরনের দক্ষতা থাকা প্রয়োজন?
ফরেস্ট সায়েন্স বিশেষজ্ঞদের ফিল্ডে গিয়ে গবেষণা এবং পর্যবেক্ষণ, নমুনা সংগ্রহের পর তথ্য বিশ্লেষণ, রিমোট সেন্সিং এবং জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ব্যবহার করে তথ্য সংগ্রহের মতো কাজে দক্ষ হতে হয়। এ ছাড়াও জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে থেকে কাজ করতে হয়, তাই শারীরিক এবং মানসিক ভাবে দৃঢ়তা থাকা প্রয়োজন।
পড়াশোনার সুযোগ?
ফরেস্ট রিসার্চ ইনস্টিটিটউট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট অ্যাকাডেমি, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট সায়েন্স, ওয়াইল্ডলাইফ সায়েন্স, ওয়াইল্ডলাইফ কনজ়ারভেশন-এর মতো বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।