open and distance learning admission

মুক্ত ও দূরশিক্ষা মাধ্যমে এমবিএ-স্নাতকোত্তর! সুযোগ মিলতে পারে রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয়ে

মাস্টার অফ কমার্স, মাস্টার অফ ইকোনমিক্স, মাস্টার অফ হিন্দি, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স এবং মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫৭
Share:

সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থানের তরফে মুক্ত ও দূরশিক্ষা মাধ্যমে উচ্চস্তরে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Advertisement

মাস্টার অফ কমার্স, মাস্টার অফ ইকোনমিক্স, মাস্টার অফ হিন্দি, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স এবং মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। সব ক’টি কোর্সই পড়া যাবে মুক্ত মাধ্যমে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হবে না। দেশের যে কোনও রাজ্যের পড়ুয়াই ভর্তি হতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা জানা যাবে ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থানের ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি যেখানে প্রকাশিত হয়, সেখানে গেলেই মিলবে এই কোর্সগুলিতে ভর্তির বিজ্ঞপ্তি। ৩১ জানুয়ারির মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement