Courses and Seminars

ঋত্বিক ঘটক-সলিল চৌধুরী স্মরণে আলোচনাসভা‌ বা বুদ্ধিস্ট স্টাডিজ়ের বিশেষ কোর্স! কখন, কবে?

শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৩:৫৮
Share:

ছবি: সংগৃহীত।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠক্রমের পাশাপাশি বেশ কিছু পেশাভিত্তিক কোর্স করানো হয়ে থাকে। রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই বছরভর চলে নানা স্বল্পমেয়াদি কোর্স। পাশাপাশি জাতীয় স্তরের কর্মশালা, আলোচনাসভাও আয়োজিত হয়ে থাকে। কোথাও কোথাও এ সব কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

Advertisement

১। স্মরণে শতবার্ষিকী

ঋত্বিককুমার ঘটক, গৌরীপ্রসন্ন মজুমদার, সলিল চৌধুরী এবং সন্তোষ দত্তের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাসভা আয়োজিত হচ্ছে বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের তরফে।

Advertisement

কোথায় হবে— কলেজের সভাঘরে।

কবে— ৮ ও ৯ জানুয়ারি।

কত দিন চলবে— দু’দিন।

কারা যোগ দিতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।

২। এজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট

বিদ্যাসগর বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে।

কবে— সপ্তাহে দু’দিন করে ক্লাস।

কত দিন চলবে— ছ’মাস।

কারা যোগ দিতে পারবেন— যে কোনও স্নাতক পড়ুয়া।

কোর্স মূল্য— ১ হাজার টাকা।

৩। ‘বুদ্ধিস্ট স্টাডিজ়’ নিয়ে পড়াশোনা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে বৌদ্ধ ধর্মের নানা দিক পড়ানো হবে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্সের মাধ্যমে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে।

কবে— সপ্তাহে দু’দিন করে ক্লাস।

কত দিন চলবে— ছ’মাস।

কারা যোগ দিতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া, শিক্ষক এবং গবেষকরা।

৪। ইংরেজি নিয়ে পড়াশোনা

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয়েছে বিশেষ কোর্সের। ‘কমিউনিকেটিং ইংরেজি’ পড়াবে এই প্রতিষ্ঠান।

কোথায় হবে— অনলাইনে।

কবে— জানুয়ারি থেকে মার্চ।

কত দিন চলবে— তিন মাস।

কারা যোগ দিতে পারবেন— দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা।

কোর্সমূল্য— ৭৫০ টাকা।

৫। বই ও পাণ্ডুলিপি সংরক্ষণ

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের বৈদিক অধ্যয়ন স্কুলের তরফে আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— বৈদিক অধ্যয়ন স্কুলে।

কবে— ২৭ এবং ৩১ জানুয়ারি।

কত দিন চলবে— দু’দিন।

কারা যোগ দিতে পারবেন— সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement