প্রতীকী ছবি।
কেন্দ্র অধীনস্থ সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল)-এ কাজের সুযোগ। সেই মর্মে সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ইসকো স্টিল প্ল্যান্টের অধীনে বার্নপুর হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। স্পেশ্যালিস্ট, সুপার স্পেশ্যালিস্ট এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ ২২টি। রেডিয়োলজি-সহ আরও আটটি বিভাগে নিয়োগ করা হবে স্পেশ্যালিস্ট। প্লাস্টিক সার্জারি বিভাগে কাজ করতে হবে সুপার স্পেশ্যালিস্টকে। সব ক’টি পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৬৯ বছর বয়সের মধ্যে হওয়া প্রয়োজন। বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। ২০ ও ২১ জানুয়ারি সকাল ৮টা রিপোর্টিংয়ের সময়। তবে তার আগে আবেদনপত্র জমা দিতে হবে। সে জন্য প্রার্থীদের প্রথমে সেল-এর ওয়েবসাইটে (https://sailcareers.com/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৯ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সেল-এর ওয়েবসাইটটি দেখে নিতে হবে।