WB Govt job 2026

যোগ প্রশিক্ষক প্রয়োজন কোচবিহার জেলার প্রশাসনিক বিভাগে, ১২জন পাবেন সুযোগ

মোট শূন্যপদ ১২। এর মধ্যে দু’জন পুরুষ এবং ১০ জন মহিলাকে নেওয়া হবে। আয়ুষ বিভাগের অধীনে কাজ করতে হবে প্রশিক্ষকদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৪:২১
Share:

প্রতীকী ছবি।

কোচবিহার জেলার প্রশাসনিক বিভাগে রয়েছে চাকরির সুযোগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

যোগ প্রশিক্ষক নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ রয়েছে ১২টি। এর মধ্যে দু’জন পুরুষ এবং ১০ জন মহিলাকে নেওয়া হবে। আয়ুষ বিভাগের অধীনে কাজ করতে হবে যোগ প্রশিক্ষকদের। পুরুষদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন হবে ৮ হাজার টাকা। তাঁদের মাসে মোট ৩২টি ক্লাস নিতে হবে। অন্য দিকে মহিলারা পাবেন ৫ হাজার টাকা। এ ক্ষেত্রে মাসে মোট ২০টি ক্লাস নিতে হবে।

কী যোগ্যতা প্রয়োজন?

Advertisement

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া দরকার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগ অ্যান্ড নিউরোপ্যাথি (ডব্লুসিওয়াইএন) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে এক বছরের কোর্সের শংসাপত্র থাকা দরকার। ডব্লুসিওয়াইএন-এর অধীনে প্রার্থীর নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে কোচবিহারের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে অনলাইনে প্রথমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদনমূল্য জমা দিতে হবে। শেষে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্ট আউট, ডিমান্ড ড্রাফট-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ জানুয়ারি।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement