উচ্চমাধ্যমিকের পর কী কী পড়া যায়! ছবি: সংগৃহীত।
দ্বাদশ শ্রেণির চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে ১২ ফেব্রুয়ারি থেকে। স্কুল জীবনের শেষ পরীক্ষা। এক সময় দ্বাদশের পর বেশির ভাগ প়ড়ুয়াই স্নাতকের কথা ভাবতেন। তার পর গবেষণা, শিক্ষকতা বা অন্য কোনও পেশাপ্রবেশের প্রস্তুতি চলত। বিজ্ঞান পড়ুয়ারা মেধাবীরা বেশির ভাগই বেছে নিতে চাইতেন চিকিৎসাবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং। এর পাশে আইন নিয়েও পড়াশোনার প্রতিও আগ্রহ ছিল। কিন্তু এখন পড়াশোনার বিষয়টি অনেক বেশি উন্মুক্ত।
তথাকথিত মেজর বিষয় নিয়ে স্নাতক ছাড়াও অন্য নানা ধরনের পেশাভিত্তিক কোর্সের দিকে ঝোঁক বাড়ছে পড়ুয়াদের মধ্যে। দ্বাদশের পর কী কী কোর্সে নিজেকে যুক্ত করা যায় রইল তারই আলোচনা।
চিকিৎসাবিদ্যার অনেকগুলি ভাগ রয়েছে। তার একটি হল পশু চিকিৎসক। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ানো হয়। এই ক্ষেত্রে নিট ইউজি উত্তীর্ণ হতে হয়। তবে, নিট না দিয়ে এই প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি ফার্মেসি নিয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ রয়েছে। দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরই ভর্তি হওয়া যায়। পশু হাসপাতাল-সহ সংশ্লিষ্ট বিভাগে চাকরির সুযোগ থাকে।
দশম এবং দ্বাদশ, উভয় শ্রেণি উত্তীর্ণের হওয়ার পরই পলিটেকনিক পড়ার সুযোগ থাকে। সাধারণত, উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি স্তরের পড়ার জন্য সুযোগ থাকে। 1659329তবে, মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করার সুযোগ থাকে। সেই ডিপ্লোমাই দেওয়া হয় পলিটেকনিকে। এ জন্য শিক্ষার্থীদের জেক্সপো (জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিকস) প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা পাশের পর শিক্ষার্থীদের মেধাতালিকার উপর ভিত্তি করে বিভিন্ন পলিটেকনিকে ভর্তি হওয়া যায়। পলিটেকনিক পাশের পর রাজ্যে সরকারি চাকরির সুযোগও রয়েছে। পঞ্চায়েত সংক্রান্ত ক্ষেত্রগুলিতে সিভিল, ইলেকট্রিক্যাল নিয়ে পাশ করা শিক্ষার্থীর চাকরির সুযোগ রয়েছে। রেলওয়েতেও জুনিয়র ইঞ্জিনিয়র, লোকো পাইলট-সহ আরও কাজের সুযোগ রয়েছে পলিটেকনিক পাশ করার পর।
হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়া যেতে পারে। ভারতে বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট পড়ানোর প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে উচ্চ মাধ্যমিকের পর এই বিষয়ের উপর কোর্স করা যেতে পারে। পাশ করার পর সাধারণত ক্যাম্পাসিংয়ের মাধ্যমে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ থাকে।
দ্বাদশ শ্রেণিতে বিউটিশিয়ান বিষয়টিও থাকে। আর বর্তমানে অনেকেরই রূপটানশিল্পী হওয়ার দিকে ঝোঁক বাড়াচ্ছেন। সে ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির উপর সংশ্লিষ্ট বিষয়ের উপর কোর্স করা যায়। বেসরকারি বহু প্রতিষ্ঠানেই এই বিষয়ে নানা ধরনের কোর্স করানো হয়। সরকারি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট থেকে পড়া যায় এই বিষয়ে। বিউটিশিয়ান কোর্সের পর কোনও পার্লারে কাজ করা যায়, নিজেও স্বাধীন ভাবে কাজ শুরু করা যায়।
এ ছাড়াও সাংবাদিকতা, ফ্যাশন ডিজ়াইনিং, নার্সিং, ভাষাবিদ্যা, ফিল্ম স্টাডিজ, গ্রাফিক ডিজ়াইনিং ও অ্যানিমেশন, পুষ্টিবিদ্যা, মনোবিজ্ঞান, সৃজনশীল (নাচ, গান, নাটক)-সহ আরও একাধিক পেশাভিত্তিক বিষয় রয়েছে যেগুলি পড়ার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির সুযোগ থাকে।