পড়ুয়াদের স্বার্থে শুরু কাউন্সেলিং। প্রতীকী ছবি।
পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় বিশেষ পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ স্কুল এডুকেশন-এর (সিবিএসই)। দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বিনামূল্য বার্ষিক কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘সাইকো-সোশ্যাল কাউন্সেলিং সার্ভিসেস’।
পড়ুয়ারা যাতে পরীক্ষা সংক্রান্ত মানসিক এবং সামাজিক চাপ থেকে মুক্ত থাকতে পারে, সে জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিবিএসই কর্তৃপক্ষ। ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই টেলি-কাউন্সেলিং প্রক্রিয়া, চলবে ১ জুন পর্যন্ত। প্রতি বছরই পরীক্ষার আগে এই কাউন্সেলিং করা হবে বলে জানানো হয়েছে। এই দুই শ্রেণির শিক্ষার্থীরাই শুধু নয়, তাঁদের অভিভাবকেরাও শনি ও রবিবার বাদে সপ্তাহে পাঁচ দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন টেলি কাউন্সেলিং-এর সুবিধা।
এই কাউন্সেলিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৭৩ জন। তাঁদের মধ্যে ৬৩ জন রয়েছেন স্কুলের প্রধান, কাউন্সিলর, সিবিএসই সংযুক্ত স্কুলের বিশেষ শিক্ষক অথবা মনোবিজ্ঞানী। বাকি ১০ জন সদস্য অন্য দেশ থেকে নিযুক্ত হয়েছেন। সিবিএসসি-র ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে নির্ধারিত সময়ের মধ্যে ফোন করলে এই ৭৩ জনের মধ্যে কারও না কারও সঙ্গে কথা বলতে পারবেন আগ্রহীরা।
এ ছাড়াও থাকছে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম-এর (আইভিআর) মাধ্যমে টোল ফ্রি ফোন নম্বর। এতে পড়ুয়া বা অভিভাবকেরা যে কোনও সময় ফোন করে ইংরেজি অথবা হিন্দি ভাষায় আইভিআর মারফৎ কথা শুনে চিন্তামুক্ত হতে পারবেন।
১৭ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসসি-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তাই পরীক্ষার আগেই যাতে পড়ুয়ারা এই সুবিধা উপভোগ করতে পারেন সেই দিকেই নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিএসই।