Guidelines for foreign students

বিদেশি শিক্ষার্থীদের জন্য বিধি কঠোর করছে ইউজিসি, মানতে হবে কোন নির্দেশ?

বিদেশি কোনও শিক্ষার্থী এ দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-র নিয়ম মেনে চলতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান বিদেশি নাগরিকদের ভর্তির অনুমতি দেয়, তাদের অবশ্যই শিক্ষার্থীদের সম্পর্কে সমস্ত সঠিক তথ্য সংগ্রহ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৭:২২
Share:

বিদেশি শিক্ষার্থীদের জন্য কড়া নির্দেশ। ছবি: সংগৃহীত।

দেশের নাগরিক নন, এমন কোনও শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত প্রতিষ্ঠানে পড়তে চান, তা হলে তাঁকে মানতে হবে কঠোর নিয়ম বিধি। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই জানিয়েছে ইউজিসি।

Advertisement

জানানো হয়েছে, বিদেশি শিক্ষার্থীদের দেশীয় প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-র নিয়ম মেনে চলতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান বিদেশি নাগরিকদের ভর্তির অনুমতি দেয়, তাদের অবশ্যই শিক্ষার্থীদের তথ্য সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। পাশপাশি নির্ধারিত যে ফর্ম রয়েছে তা সময় মতো পূরণ করে নির্ধারিত রেজিস্ট্রেশন অফিসারকে জমা দিতে হবে। একই সঙ্গে সমস্ত তথ্য অনলাইনেও জমা দিতে হবে নির্ধারিত পোর্টাল মারফৎ।

সম্প্রতি ইউজিসি-র তরফে জানানো হয়েছে, এই নির্দেশ শুধু বিশ্ববিদ্যালয় বা কলেজের জন্য নয়। যে সব স্কুল ওভারসিজ় সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডধারী শিক্ষার্থীদের ভর্তি করে, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। ভর্তির সময় শিক্ষার্থীর পাসপোর্ট নম্বর, ভিসার তথ্য, জাতীয়তা, যোগাযোগের তথ্য এবং ভারতীয় ঠিকানার উল্লেখ থাকবে। ভর্তি সম্পর্কিত তথ্য যেমন কোর্সের নাম, সময়কাল, কোর্স শুরু ও শেষ তারিখ শিক্ষার্থীর ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইউজিসি।

Advertisement

এ ছাড়াও, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস-এ রেজিস্ট্রেশন তথ্য আপলোড করতে হবে এবং সেমিস্টার অনুযায়ী অ্যাকাডেমিক রেকর্ড সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর উপস্থিতি, পরীক্ষায় যোগদান, ফলাফল, আচরণ এবং আর্থিক সঙ্গতির কথাও জানাতে হবে। ওই শিক্ষার্থী কোর্স শেষ, বাতিল বা স্থগিত করলে সেই সম্পর্কিত তথ্যও ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

মূলত, ফর্ম-২ হল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫ এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫-র একটি অধীনে একটি আইনগত নথি। এই ফর্ম জমা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলি ভারতের ইমিগ্রেশন সংক্রান্ত দায়িত্ব পূরণে সক্ষম হয় এবং দেশের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের উপস্থিতি ও চলাচল সম্পর্কিত জাতীয় নিরাপত্তা তদারকিতে সহায়তা করে। ইউজিসি-র নির্দেশ অনুযায়ী কোনও প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে এই ফর্ম সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement