Career Options in Healthcare 2026

চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত হতে চান? মেডিক্যালের ডিগ্রি ছাড়াও চাকরির সুযোগ, কী ভাবে সম্ভব?

স্বাস্থ্য পরিষেবায় ব্যবস্থাপনায় পাঠগ্রহণের সুযোগ রয়েছে এই দেশে। এর জন্য আলাদা করে মেডিক্যাল ডিগ্রির প্রয়োজন নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৩:১৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসক এবং নার্স ছাড়াও কাজ করেন আরও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞেরা। তাঁরা চিকিৎসা পরিষেবার ব্যবস্থাপনার কাজটি করে থাকেন। এর জন্য যে তাঁদের মেডিক্যাল শাখায় ডিগ্রি থাকতেই হবে, তা কিন্তু নয়।

Advertisement

স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নীতি নির্ধারণের বিষয়গুলিও এমন বিশেষজ্ঞেরা খতিয়ে দেখেন। এই সমস্ত কাজে চাকরি পাওয়ার দক্ষতা অর্জনের জন্য চাই বিশেষ জ্ঞান। তা অর্জনের সুযোগ মেলে হেল্‌থকেয়ার অন্ত্রেপ্রেনিয়রশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে। কোথায়, কী ভাবে সেই সুযোগ পাওয়া যেতে পারে— রইল তার বিশদ তথ্য।

বিষয়টি কী?

Advertisement

হেল্‌থকেয়ার অন্ত্রেপ্রেনিয়রশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়টির মাধ্যমে হাসপাতাল, ক্লিনিক এবং চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সংস্থাগুলিকে অভিন্ন মাধ্যমের সাহায্যে পরিচালনা করার বিষয়টি শেখানো হয়ে থাকে। যাঁরা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত স্টার্টআপ কিংবা নতুন কোনও পদ্ধতি বা সামগ্রী আবিষ্কারের কথা ভাবছেন, তাঁরা কী ভাবে কোন নিয়মে শুরু করতে পারবেন— তার পাঠদানও চলে ওই বিষয়ে। এ ছাড়াও চিকিৎসা ব্যবস্থায় কৃত্রিম মেধার মতো প্রযুক্তির সংযোজন, তা ব্যবহারের কৌশল সম্পর্কিত বিষয়ও শেখার সুযোগ মেলে।

কারা পড়তে পারবেন?

বিজ্ঞান, বাণিজ্য, কলা, ইঞ্জিনিয়ারিং শাখার পড়ুয়ারা এই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন। দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরে উল্লিখিত বিষয়ে স্নাতক ডিগ্রি কোর্সও করার সুযোগ পেতে পারেন। এর জন্য ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রির অধীনে পড়ানো হয়ে থাকে। এ ছাড়াও পাবলিক হেল্‌থ, হেল্‌থ অ্যাডমিনিস্ট্রেশন, হেল্‌থ অন্ত্রেপ্রেনিয়রশিপ নিয়েও স্নাতক স্তরে ভর্তি হতে পারেন।

— ফাইল চিত্র।

স্নাতকোত্তর স্তরে হেল্‌থকেয়ার ম্যানেজমেন্ট-এর বিভিন্ন শাখায় যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। উল্লিখিত বিষয় ছাড়াও হেল্‌থ টেকনোলজি ম্যানেজমেন্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও পড়তে পারবেন স্নাতকেরা।

এ ক্ষেত্রে স্নাতকে হেল্থকেয়ার ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা না করলেও স্নাতকোত্তর স্তরে ওই বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। এর জন্য আইআইটি বা আইআইএম প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট বা ডিপ্লোমা করতে পারবেন। এ ছাড়াও এমসের দিল্লি-সহ অন্যান্য ক্যাম্পাসেও এই বিষয়গুলি পড়ানো হয়ে থাকে।

কোন ক্ষেত্রে কাজের সুযোগ কেমন?

হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, অপারেশনস ম্যানেজার, কোয়ালিটি অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার, পাবলিক হেল্‌থ ম্যানেজার, হেল্‌থ পলিসি অ্যানালিস্ট, প্রোডাক্ট ম্যানেজার, মার্কেট অ্যাক্সেস ম্যানেজার, হেল্‌থ ইনসিয়োরেন্স অ্যানালিস্ট, হেল্থকেয়ার কনসালট্যান্ট পদে উল্লিখিত বিষয়ে ডিগ্রি প্রাপ্তেরা চাকরির সুযোগ পেতে পারেন। দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালে ওই সমস্ত পদে নিয়োগ করা হয়ে থাকে। এ ছাড়াও কর্পোরেট সংস্থার মেডিক্যাল বিভাগের জন্য এমন কর্মীদের চাহিদা রয়েছে যথেষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement