প্রতীকী ছবি।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে ১৮ জুন থেকে। ক্লাস শুরু হবে ১ অগস্ট। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ১৭ই জুন অ্যাডমিশন পোর্টাল আনুষ্ঠানিক ভাবে সূচনা করবেন শিক্ষামন্ত্রী।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম সিমেস্টারের ক্লাস শুরু হবে ১ অগস্ট থেকে। ক্লাস শুরু হওয়ার পাশাপাশি ২ অগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের ভর্তির প্রক্রিয়াও শুরু হবে। ২ থেকে ১১ তারিখ পর্যন্ত মপ-আপ পর্যায়ে আবেদন করতে পারবেন নতুন আবেদনকারীরা। এই ক্ষেত্রে প্রথম ভাগে আসন পাননি বা বাতিল হয়েছে, আসন বরাদ্দ হওয়ার পরে ভর্তি হননি—এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
দ্বিতীয় পর্যায়ে ভর্তির দিনক্ষণ:
উল্লেখ্য, এই অনলাইনে ভর্তি প্রক্রিয়া ভাল ভাবে কাজ করার জন্য বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছে উচ্চ শিক্ষা দফতর। এ ছাড়াও এআই চ্যাট বট-এরও সুবিধা থাকতে হবে। এক জন আবেদনকারী রাজ্যের এক বা একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২৫টি প্রোগ্রাম (কোর্স)-এ আবেদন করতে পারবেন। এই অনলাইন প্রক্রিয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কার্যকর হবে না বলেই জানিয়ে দিয়েছে উচ্চ শিক্ষা দফতর।