CLAT 2026 Result out

আইন নিয়ে পড়ার প্রবেশিকায় বসেছেন? প্রকাশিত হয়েছে ফল, দেখবেন কী ভাবে?

‘কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র তরফে প্রতি বছরই আইনের প্রবেশিকার আয়োজন করা হয়। চলতি বছর ৭ ডিসেম্বর ক্ল্যাট ২০২৬ আয়োজিত হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৩২
Share:

প্রতীকী ছবি।

আইনে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের জন্য প্রবেশিকায় বসতে হয়। যে পরীক্ষার নাম কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট)। ‘কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র তরফে সেই পরীক্ষারই ফল প্রকাশ করা হয়েছে।

Advertisement

কী ভাবে দেখবেন ফল

প্রথমে ‘কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র ওয়েবসাইটে যেতে হবে।

Advertisement

‘হোমপেজ‘ থেকে কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৬-এ গেলে ফলাফলের লিঙ্কটি পাওয়া যাবে।

সেখানে পরীক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই দেখতে পাবেন ফল।

পরবর্তী প্রয়োজনের জন্য সেটি ডাউনলোড করেও রাখা যেতে পারে।

‘কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র তরফে প্রতি বছরই আইনের প্রবেশিকার আয়োজন করা হয়। চলতি বছর ৭ ডিসেম্বর ক্ল্যাট ২০২৬ হয়েছিল। প্রায় ৯২,৩৪৪ জন প্রার্থী পরীক্ষা দিয়েছেন এ বার। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এই প্রার্থীদের মধ্যে ৭৫ হাজারের বেশি স্নাতক স্তরে পড়ার জন্য এবং ১৭ হাজারের কাছে প্রার্থী পরীক্ষা দিয়েছেন স্নাতকোত্তর স্তরের জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement