— প্রতিনিধিত্বমূলক চিত্র।
চার বছরের ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে দার্জিলিং গর্ভনমেন্ট কলেজ। এ জন্য অনলাইনে ভর্তির আবেদন জমা নেওয়া হবে। কী কী বিষয়ে ‘ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’ করার সুযোগ থাকছে, তার তালিকা দেওয়া হল—
কলা শাখায় বাংলা, ইংরেজি, নেপালি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি;
বিজ্ঞান শাখায় উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল, অর্থনীতি, গণিত, মাইক্রোবায়োলজি, প্রাণিবিদ্যা, বায়ো সায়েন্স এবং বাণিজ্যে ওই ডিগ্রি কোর্স করার সুযোগ থাকছে।
চার বছরের কোর্সটি আসলে কী?
স্নাতক স্তরে আগে তিন বছরের ডিগ্রি কোর্স সম্পূর্ণ করতে হত। তবে, জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু হওয়ার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চার বছরের ডিগ্রি কোর্স পড়ানোর নিদান দেয়। এই কোর্সের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের আগ্রহ অনুযায়ী স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করার সুযোগ পাবেন। অর্থাৎ এই কোর্সের অধীনে ভর্তি হওয়ার পর যে কোনও বছর পড়াশোনা সম্পূর্ণ করার সুযোগ থাকছে।
কী ভাবে?
কোনও বিষয়ে প্রথম বছর পড়াশোনা সম্পূর্ণ করেও শংসাপত্র অর্জন করা সম্ভব। সে ক্ষেত্রে সেই পড়ুয়া ওই বিষয়ে ‘সার্টিফিকেট কোর্স’ সম্পূর্ণ করেছেন, এমনটাই স্বীকৃতি মিলবে। দ্বিতীয় বছরের শেষে কোর্স সম্পূর্ণ করতে চাইলে, তা ডিপ্লোমা হিসাবে চিহ্নিত করা হবে। তৃতীয় বছরের মাথায় তা ‘ব্যাচেলরস ডিগ্রি’ এবং চতুর্থ বছরে ‘ব্যাচেলরস ডিগ্রি উইথ অনার্স/রিসার্চ’ অর্জন করার সুযোগ থাকছে।
প্রতিটি বছর পাঠ্যবইয়ের পড়াশোনা ছাড়াও হাতেকলমে বিষয়টির চর্চা, দক্ষতা বৃদ্ধিমূলক কোর্স, ইন্টার্নশিপ করানো হবে। এর পাশাপাশি, কোনও নির্দিষ্ট শাখার বিষয় শেখার ক্ষেত্রে সীমাবদ্ধতা নেই। অর্থাৎ গণিত যদি মূল বিষয় হয়ে থাকে, তার সঙ্গে অর্থনীতি কিংবা সঙ্গীত ‘ইলেক্টিভ সাবজেক্ট’ হিসাবে বেছে নিতে পারবেন পড়ুয়ারা। তা ছাড়াও কেউ যদি গবেষণামূলক কাজ শুরু করতে চান, বা বিশেষ অধ্যায় নিয়ে এগোতে চান, সেই বিষয়টিও বেছে নিতে পারবেন কোর্সের চতুর্থ বর্ষে। এতে এই কোর্স সম্পূর্ণ হওয়ার পর সরাসরি পিএইচডি-র জন্যও যোগ্যতা অর্জন করতে পারবেন।
একই বিষয় নিয়ে আবার পড়ার সুযোগ:
কোর্স মাঝপথে ছেড়ে দিলেও পরবর্তীকালে ফের ওই বিষয় নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। কারণ কোর্স সম্পূর্ণ করার পর যে নম্বর তাঁরা পাচ্ছেন, তা অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস-এ (এবিসি) জমা হবে। ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত করে রাখা নম্বর পড়ুয়াদের আবারও ভর্তি হতে সাহায্য করবে।
ভর্তির সময়সীমা:
দার্জিলিং গর্ভনমেন্ট কলেজ ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনের অনলাইন পোর্টাল চালু রাখবে। ১ নভেম্বর কাদের ভর্তি নেওয়া হবে, সেই তালিকা কলেজের ওয়েবসাইট মারফত দেখে নিতে পারবেন। ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য নথি যাচাইয়ের কাজ ৩ নভেম্বরে করা হবে।