JEE Advanced 2025 Result

জেইই অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে সেরা বাংলার দেবদত্তা, প্রথম হলেন কোটার ছাত্রই

আইআইটি খড়্গপুর জ়োন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকারী হয়েছেন দেবদত্তা মাঝি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১০:২৯
Share:

জেইই অ্যাডভান্সড-এ সর্বভারতীয় স্তরে প্রথম কোটার বাসিন্দা রজিত গুপ্ত এবং মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকারী রাজ্যের দেবদত্তা মাঝি। ছবি: সংগৃহীত।

২০২৫ সালের জেইই অ্যাডভান্সড-এর ফল ঘোষণা হল ২ জুন। এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, আইআইটি খড়্গপুর জ়োন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকার করেছেন দেবদত্তা মাঝি। মোট ৩৬০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩১২। কমন র‌্যাঙ্ক লিস্ট অনুযায়ী, ১৬ নম্বরে স্থান পেয়েছেন তিনি। এর আগে দেবদত্তা ২০২৩ সালের মাধ্যমিকে ৬৯৭ নম্বর এবং জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেনস-এর দ্বিতীয় পর্বে ১০০-এ ১০০-ই এনটিএ স্কোর করে রাজ্যের মধ্যে সেরা হয়েছিলেন।

Advertisement

কমন র‌্যাঙ্ক লিস্ট অনুযায়ী, শীর্ষস্থানে রয়েছেন আইআইটি দিল্লি জ়োনের রজিত গুপ্ত। মোট ৩৬০-এর মধ্যে তিনি পেয়েছেন ৩৩২ নম্বর। তিনি এর আগে জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেনসে দেশের মধ্যে ১৬ নম্বর র‌্যাঙ্কে জায়গা করে নিয়েছিলেন। ওই জ়োন থেকে মোট ১১,৩৭০ জন উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রথম দশে রয়েছে ৪ জন।

চলতি বছর এই পরীক্ষা দিয়েছিলেন ১,৮০,৪২২ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৪,৩৭৮ জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে ৪৪,৯৭৪ জন ছাত্র এবং ৯,৪০৪ জন ছাত্রী। গত ১৮ মে, রবিবার দু’টি পর্বে পরীক্ষা নেওয়া হয়েছিল। পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ে পরীক্ষা দিতে হয়ে পরীক্ষার্থীদের। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে এই পরীক্ষাটি পরিচালিত হয়ে থাকে।

Advertisement

দেশের সাতটি আঞ্চলিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এর মধ্যে যে কোনও একটি প্রতিষ্ঠানের উপর প্রতি বছর এই পরীক্ষার দায়িত্ব থাকে। দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় আইআইটি খড়্গপুর জ়োন থেকে মোট ৫,৩৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম ১০-এ যদিও কোনও প্রার্থীই জায়গা করে নিতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement