Summer Internship 2025

গরমের ছুটিতে ইন্টার্নশিপ করাবে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, কী শেখানো হবে?

কোর্সটি করার সুযোগ পাবেন আইন, ফিনান্স, অর্থনীতি, ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা। তবে, উল্লিখিত স্তরে পাঠরতও আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৪
Share:

প্রতীকী ছবি।

পাবলিক পলিসি, আইন, কিংবা ফিনান্স সংক্রান্ত বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে চান? গরমের ছুটিতে এই বিষয়ে শেখার সুযোগ দিচ্ছে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড। দু’মাসের একটি ইন্টার্নশিপের মাধ্যমে উল্লিখিত বিষয়ে শেখার সুযোগ পাবেন আইন, ফিনান্স, অর্থনীতি, ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা। তবে, উল্লিখিত স্তরে পাঠরতরাও আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

প্রার্থীদের স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশ কিংবা তার থেকে বেশি নম্বর থাকা প্রয়োজন। অংশগ্রহণকারী পড়ুয়ারা পাবলিক পলিসি, ফিনান্স সংক্রান্ত বিষয়ের পাশাপাশি, বৈদেশিক বাণিজ্য নীতির খুঁটিনাটিও শেখার সুযোগ পাবেন। ইন্টার্নশিপ শেষে তাঁদের একটি রিপোর্ট বা পেপার জমা দিতে হবে।

চলতি বছরের ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ইন্টার্নশিপটি চলবে। অংশগ্রহণকারীরা ইন্টার্নশিপ শেষে একটি শংসাপত্র পাবেন। ইন্টার্নশিপ চলাকালীন অংশগ্রহণকারীদের ভাতা হিসাবে ১০ হাজার টাকা দেওয়া হবে। এর জন্য আগ্রহীরা অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন।

Advertisement

আবেদনের শেষ দিন ২৬ এপ্রিল। বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ২৮ এপ্রিল। তাঁদের যোগ্যতা ২ মে থেকে ১৩ মে-এর মধ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। এই বিষয়ে আরও জানতে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement